ভারতীয় সাংবাদিক গৌরীর মৃত্যুকে কুকুরের সঙ্গে তুলনা

গৌরী লঙ্কেশ
গৌরী লঙ্কেশ

ভারতের ডানপন্থী দল শ্রী রাম সেনের প্রধান প্রমোদ মুথালিক বলেছেন, অনেকেই সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুর  ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া চেয়েছেন। কিন্তু কর্ণাটকের কোনো কুকুর মারা গেলে মোদিকে কেন প্রতিক্রিয়া দেখাতে হবে?

প্রকাশিত একটি ভিডিওতে প্রমোদ মুথালিককে এ ধরনের উক্তি করতে শোনা যায়। জয় শ্রী রাম নামের এক অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রমোদ এ কথা বলেন।

এ বক্তব্য নিয়ে সমালোচনার পরে প্রমোদ মুথালিক অবশ্য পরে আত্মপক্ষ সমর্থন করেন। তিনি বলেন, তিনি সরাসরি গৌরী লঙ্কেশের সঙ্গে কুকুরের তুলনা করেননি। বরং তিনি বলতে চেয়েছেন, কর্ণাটকে সব মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী মোদির পক্ষে মন্তব্য করা সম্ভব না।

কংগ্রেসের মুখপাত্র মনীশ তেওয়ারি সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুতে প্রমোদ মুথালিকের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন। টুইটে তেওয়ারি বলেন, শ্রী রাম সেনে দলের প্রধান প্রমোদ মুথালিকের এমন মন্তব্য ঘৃণ্য, বিরক্তিকর ও বিতৃষ্ণার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় নিন্দা জানাতে পারেননি। এখন কি আপনি মুথালিকের বক্তব্যেও প্রতিক্রিয়া জানাবেন না?’

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় তদন্ত দল এসআইটি রাকেশ ম্যাথ নামের এক ব্যক্তিকে তলব করে। তিনি শ্রী রাম সেনে দলের বিজয়পুর এলাকার সভাপতি। সন্দেহভাজন বন্দুকধারী পরশুরাম ওয়াঘমোরের সঙ্গে যোগসাজশের সন্দেহে ম্যাথকে জিজ্ঞাসাবাদ করে এসইটি।

কয়েক দিন আগে ওয়াঘমোরেকে কর্ণাটকের বিজয়পুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসইটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, ধর্মর ক্ষার নামে ওয়াঘমোরে ওই সাংবাদিককে হত্যা করেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজ বাসভবনের বাইরে মোটরবাইকে করে আততায়ীরা সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে হত্যা করে।