স্বর্গ থেকে পতন

ভেরনারের এমন হতাশা ম্যাচের পর পুরো জার্মানিজুড়েই ছিল। ছবি: রয়টার্স
ভেরনারের এমন হতাশা ম্যাচের পর পুরো জার্মানিজুড়েই ছিল। ছবি: রয়টার্স

বিশ্বকাপে মেক্সিকোর কাছে জার্মানির হারে ঝড় উঠেছে ইউরোপ ও জার্মানির পত্রিকাগুলোতে। তাদের মতে, মেক্সিকোর বিপক্ষে জার্মান দলের আক্রমণভাগ ছিল নখদন্তহীন। রক্ষণ ছিল হতাশায় মোড়া। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটির খেলোয়াড়দের মাঠে উদ্যমহীন মনে হয়েছে বলে দাবি তাদের।

ফরাসি পত্রিকা লেকিপ লিখেছে, ‘জার্মানি বিশৃঙ্খল ফুটবল খেলেছে।’ ভাল্ডিমিরো কুটগনো লিখেছে, ‘জার্মান দলের এই খেলা দেখে তারা হতাশ।’ ইতালির গেজেত্তা দেল্লো স্পোর্তোর মতে, ‘মেক্সিকোর বিপক্ষে জার্মান দলে আক্রমণের কোনো ধার ছিল না। রক্ষণ ছিল পরিকল্পনাহীন।’

লন্ডনের দ্য গার্ডিয়ান মনে করে, ‘শুরুতে ভালো খেললেও জার্মান দল রক্ষণ-প্রাচীর ঠিকভাবে গড়ে তুলতে পারেনি।’

জার্মান পত্রিকা জাইট বিদ্রূপ করে লিখেছে, ‘জার্মান দল এখন মোটাসোটা একটি বিড়ালে পরিণত হয়েছে।’ জার্মানিরই আরেকটি পত্রিকা টাচ মনে করে, ‘জার্মানিকে দেখে মনে হয়েছে উদ্যমহীন। খেলোয়াড়েরা সবাই ক্লান্ত।’

জার্মান কোচ জোয়াকিম লো সব সমালোচনা মাথা পেতেই নিচ্ছেন, ‘আমাদের খেলোয়াড়েরা নিজেদের পুরোটা দিতে পারেনি। মেক্সিকো ম্যাচে ওরা ছিল লক্ষ্যহীন, উদ্‌ভ্রান্ত।’ রক্ষণ তারকা জেরোমে বোয়েটেং অকপটেই বলেছেন, ইতিহাসে কখনোই জার্মানি বোধ হয় এত বাজে ফুটবল খেলেনি।’