প্যারিসে নগ্নতাবাদীদের জন্য বনভোজন

প্যারিসের বোয়া দি ভিনসিননেস পার্কের প্রবেশপথ। এএফপি ফাইল ছবি
প্যারিসের বোয়া দি ভিনসিননেস পার্কের প্রবেশপথ। এএফপি ফাইল ছবি

নগ্নতাবাদীদের জন্য বড়সড় এক বনভোজনের আয়োজন করেছে ফ্রান্সের প্যারিসের একটি সংগঠন। 

সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২৪ জুনের ওই বনভোজনের আয়োজক প্যারিসের নুডিস্টস অ্যাসোসিয়েশন।

আয়োজন থেকে ‘প্যারিজিয়ান ডে অব নেচারিজম’-এর সূচনাকে স্বাগত জানানো হবে।

নুডিস্টস অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, ‘প্যারিজিয়ান ডে অব নেচারিজম’ একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত হবে। অনুষ্ঠানটি প্রতিবছরের জুন মাসের শেষ রোববার উদ্‌যাপিত হবে।

সংগঠনটি বলছে, এটি হবে একটি প্রতীকী দিন। এই দিন বোয়া দি ভিনসিননেস পার্কের নগ্নতাবাদী এলাকায় প্যারিসবাসীকে একত্র করবে।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় উৎসব শুরু হবে। শুরুতেই থাকবে নগ্ন যোগ ক্লাস। এরপর অংশগ্রহণকারীরা খোলা আকাশের নিচে বনভোজন করতে পারবেন। আয়োজন চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

সন্ধ্যায় পার্টি নগ্নতাবাদীদের রেস্তোরাঁ ও’নেইচারেলে স্থানান্তরিত হবে। সন্ধ্যার উৎসবের জন্য স্থান সীমিত হওয়ায় রেস্তোরাঁর ওয়েবসাইটে আসন সংরক্ষণ করা যাবে।

উৎসবে অংশ নিতে আগ্রহী অতিথিদের খাবার সংস্থান বাবদ পাঁচ ইউরো করে দিতে বলা হয়েছে। আর আগতদের নিজেদের তোয়ালে সঙ্গে আনতে বলা হয়েছে। পরিবার ও বন্ধুদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছে।