সাবেক ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

গনেন সেগেভ
গনেন সেগেভ

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েল একজন সাবেক মন্ত্রীকে অভিযুক্ত করেছে। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের বরাতে রয়টার্স এ খবর দিয়েছে।

এক বিবৃতিতে শিন বেত জানায়, গনেন সেগেভকে ইরানি গোয়েন্দা বিভাগ নিয়োগ দিয়েছিল এবং তিনি ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন। তিনি নাইজেরিয়ায় বসবাস করছিলেন। সেগেভ ১৯৯৫-৯৬ সালে জ্বালানিমন্ত্রী ছিলেন।

তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন, সেগেভ ২০১২ সালে ইরানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর সহযোগীদের সঙ্গে দেখা করার জন্য দুবার ইরানে যান।

বিবৃতিতে বলা হয়, সেগেভ ইরানি চরদের থেকে একটি সাংকেতিক যোগাযোগব্যবস্থা লাভ করেন এবং ‘ইসরায়েলের জ্বালানি খাত ও নিরাপত্তা স্থাপনা এবং রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সম্পর্কে ইরানকে তথ্য প্রদান করেন’।

শিন বেত জানায়, সেগেভ, ৬২, কয়েকজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাকে ব্যবসায়ী পরিচয়ে ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন।

সেগেভের আইনজীবী এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রের অনুরোধ অনুসারে এই অভিযোগের অধিকাংশ খুঁটিনাটি বিষয় গোপন রাখা হয়েছে।