দক্ষিণ আফ্রিকার মর্গে 'মৃত নারী' শ্বাস নিলেন!

দক্ষিণ আফ্রিকার একটি মর্গে একজন মৃত নারীকে নিশ্বাসগ্রহণরত অবস্থায় পাওয়া গেছে। লাগোস থেকে সিএনএন জানায়, একটি গাড়ি দুর্ঘটনার পর প্যারামেডিকরা ওই নারীকে মৃত ঘোষণা করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অ্যাম্বুলেন্সের চালক সিএনএনকে গত সপ্তাহে জানান, কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

অ্যাম্বুলেন্সের চালক গেরিট ব্র্যাডনিক বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি এবং এর ফল জানানো হবে।’

দক্ষিণ-পশ্চিম জোহানেসবার্গে গাড়ি দুর্ঘটনার পর প্যারামেডিকরা ওই নারীকে নিয়ে আসার কয়েক ঘণ্টা বাদে শার্লটভিল মর্গের টেকনিশিয়ানরা দেখতে পান, তিনি শ্বাস টানছেন।

ব্র্যাডনিক প্যারামেডিকদের সমর্থনে বলেন, ওই নারীকে ‘মৃত’ ঘোষণার আগে সব প্রোটোকল অনুসরণ করা হয়েছিল।

অজ্ঞাতনামা ওই নারী বর্তমানে জোহানেসবার্গের একটি হাসপাতালে শুশ্রূষা নিচ্ছেন।

ব্র্যাডনিক বলেন, ‘আমাদের প্যারামেডিকদের প্রশিক্ষণ নেই বলে ঘটনাটি ঘটেছিল এমন নয়। তাদের গাফিলতি হয়েছিল—এমন কোনো প্রমাণ নেই।’

স্থানীয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, সরকারি স্বাস্থ্য বিভাগের ফরেনসিক বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে।