কলকাতার রাস্তায় নারীর নিরাপত্তায় বিশেষ নারী বাহিনী

কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশে নারীর নিরাপত্তায় এই বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ছবি: সংগৃহীত
কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশে নারীর নিরাপত্তায় এই বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ছবি: সংগৃহীত

নারীর নিরাপত্তায় কলকাতার রাস্তায় নেমেছে পুলিশের বিশেষ নারী বাহিনী ‘দ্য উইনার্স’। মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে নারী পুলিশ সদস্যরা নজর রাখবেন পুরো শহরে। তাঁদের প্রধান লক্ষ্য নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাইয়ের মোকাবিলা করা। কলকাতা শহরে নারী উত্ত্যক্তকারীদের শায়েস্তা করাই হবে এই বাহিনীর অন্যতম কাজ।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে নারীর নিরাপত্তার জন্য এই বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ থেকে পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিএস) এই বাহিনীর নারী পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে কাজ শুরু করেছে এই ‘নারী বাহিনী’।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েদের স্কুল-কলেজ চত্বর ও যেখানে নারীর বিপদে পড়ার আশঙ্কা বেশি—এমন জায়গায় এই বাহিনীর কর্মীরা মোটরসাইকেল নিয়ে ঘুরবেন। রাতের শহরে, নির্জন রাস্তায় নারীদের বিপদ থেকে রক্ষা করতে তৎপর থাকবে এই বাহিনী। টহলের সময় পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের কাছে থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম।