বাংলাদেশি কিশোরের কলকাতা অভিযান

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

কলকাতা গেলেই মিলবে চাকরি। তবে আর বাড়ি থেকে কী হবে? এই ভেবে ১৫ বছরের কিশোরটি বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে চলে গেল। গরিব বাবাকে সহায়তা করতে লুকিয়ে লুকিয়ে এই অভিযান। কিন্তু হায় কপাল! কোথায় চাকরি? একবেলা খাবার জোটানোই দায়! পথে পথে ফ্যা ফ্যা করে ঘুরছিল সে। তারপর যা হওয়ার তা-ই। খপ করে ধরে ফেলল টহল পুলিশ। এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

ভারত থেকে পাথরবোঝাই একটি ট্রাক রংপুরে আসে। পাথর নামিয়ে ভারতে ফেরার পথে সেই ট্রাকেই গোপনে চলে আসে বাংলাদেশের ওই কিশোর। কিন্তু ট্রাকচালক ওই কিশোরকে দেখতে পেয়ে তাকে রাস্তায় ফেলে চলে যায়। এরপর সে চলে আসে হাওড়ার লিলুয়ায়। গত শনিবার গভীর রাতে উদ্‌ভ্রান্তের মতো ঘুরতে দেখে লিলুয়া থানার টহল পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এই কিশোর পুলিশকে তারা মা-বাবার পরিচয় জানায়। বলে, তার বাড়ি রংপুরের মহাদেবপুরে।

কিশোরের কাছ থেকে বর্ণনা শুনে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ। এরই অংশ হিসেবে আপাতত তাকে জুভেনাইল জাস্টিস কোর্টে পাঠানো হয়েছে।