কেন্দ্রের পাঠানো টাকা গায়েব করে তৃণমূল, দাবি অমিত শাহর

শনিবার কলকাতার মেয়ো রোডে আয়োজিত জনসভায় ভাষণ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: ভাস্কর মুখার্জি
শনিবার কলকাতার মেয়ো রোডে আয়োজিত জনসভায় ভাষণ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: ভাস্কর মুখার্জি

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। কেন্দ্রের পাঠানো টাকা দুর্নীতির মাধ্যমে গায়েব করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস—এমন অভিযোগও তোলেন অমিত শাহ।

গতকাল শনিবার কলকাতার মেয়ো রোডে আয়োজিত এক বিশাল জনসভায় অমিত শাহ বলেন, ‘আমি বাংলার বিরোধী নই, কারণ বিজেপির প্রতিষ্ঠাতাই তো এই বাংলার মহান নেতা শ্যামা প্রসাদ মুখার্জি। আমি মমতার বিরোধী।’

নেত্রী মমতা এবং তৃণমূল সরকারকে নিয়ে এমন অভিযোগ তোলায় অমিত শাহকে এক দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছে তৃণমূল কংগ্রেস। তা না হলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছে দলটি।

অমিত শাহের ভাষণের পরই কলকাতায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সচিবালয় তৃণমূল ভবনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে তৃণমূল সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন অমিত শাহের বক্তব্য মিথ্যা—এমন দাবি তুলে বলেন, ‘মিথ্যা কথা বলার জন্য অমিত শাহকে এক দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে আইনের আশ্রয় নেবে তৃণমূল।’

ডেরেক বলেন, ‘বাংলার শুদ্ধ সূচি, শুদ্ধ রুচির সংস্কৃতিকে অপমান করেছেন অমিত শাহ। উনি বাংলার সংস্কৃতি বোঝেন না। মিথ্যা কথা বলেছেন। ওনার ক্ষমা চাইতে হবে।’

অমিত শাহ তাঁর ভাষণে অভিযোগ করেন, ‘কেন্দ্রের পাঠানো টাকা দুর্নীতির মাধ্যমে গায়েব করে দেওয়া হচ্ছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই সারদা, নারদ, রোজভ্যালি, সিন্ডিকেট, কয়লা মাফিয়া, বন্দর মাফিয়ারা পশ্চিমবঙ্গ দখল করে নিয়েছে।’ এর পাল্টা জবাবে ডেরেক ও’ব্রায়েন অমিত শাহকে ‘দুর্নীতির ডাকাত, দাঙ্গার ডাকাত’ বলে অভিহিত করেন। ডেরেক আরও বলেন, ‘অসভ্যতারও একটা সীমা থাকে। বাংলায় এসব চলবে না। অবিলম্বে ক্ষমা না চাইলে অমিত শাহকে আদালত পর্যন্ত টেনে নেওয়া হবে। এমন একদিন আসবে, যেদিন বাংলা থেকে পালিয়ে যাবেন অমিত শাহ।’

তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ক্ষোভের সঙ্গে বলেন, ‘অমিত শাহ বাংলার জননেত্রীকে কালিমালিপ্ত করেছেন। জননেত্রীর নামে দুর্নীতির অভিযোগ তুলেছেন। অমিত শাহ মিথ্যাচার করেছেন। মিথ্যাচারের সীমারেখা অতিক্রম করেছেন। এসব কথা বলে আর বাংলায় ঠাঁই পাবেন না অমিত শাহ। তাড়িয়ে দেওয়া হবে তাঁকে।’

গতকাল অমিত শাহ তাঁর ভাষণে বলেন, বিদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের জন্য আসামে জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি করা হচ্ছে। মমতার আপত্তিতে এই এনআরসির কার্যক্রম বন্ধ করা যাবে না। আসামে এনআরসির কাজ আইনি বলে সম্পূর্ণ করা হবে। ভারতে কোনোক্রমেই অনুপ্রবেশকারীদের ঠাঁই দেওয়া হবে না।

তবে একজন উদ্বাস্তুকেও ভারত থেকে তাড়ানো হবে না জানিয়ে অমিত শাহ বলেন, ভারত সরকারের দায়িত্ব উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া। বিজেপিও সব সময় উদ্বাস্তুদের পাশে আছে এবং থাকবে। এ দেশের নাগরিকদের নাগরিকত্ব বাতিল হবে না।

অমিত শাহ এ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশ্ন রাখেন, তাঁকে স্পষ্ট করে বলতে হবে যে তিনি আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান উদ্বাস্তুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার পক্ষে, না বিপক্ষে?