ভারতের তিন রাজ্যের বিধানসভায় বিজেপির পরাজয়ের আভাস

ভারতে বিজেপি-শাসিত তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের রাজ্য বিধানসভা নির্বাচনে এবার দলটির পরাজয়ের আভাস পাওয়া গেছে। এ বছরের শেষের দিকে ওই তিন রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে। এক যৌথ জরিপের ফলে এ তথ্য উঠে এসেছে। জরিপে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের আভাস মিলেছে।

আজ মঙ্গলবার কলকাতার সংবাদমাধ্যমে জানানো হয়, বিজেপি-শাসিত ওই তিন রাজ্যের নির্বাচনের ফল কী হতে পারে, তা নিয়ে ভারতের এবিপি নিউজ ও সি-ভোটার এক যৌথ সমীক্ষা চালিয়েছে। সমীক্ষা প্রতিবেদনে বিজেপির পরাজয়ের আভাস দেওয়া হয়েছে। ১ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন রাজ্যের ৬৫টি লোকসভা কেন্দ্রের ২৭ হাজার ৯৬৮ জন ভোটারের মধ্যে এই সমীক্ষা চালানো হয়।
সমীক্ষায় বলা হয়, মধ্যপ্রদেশের ২৩০ আসনের রাজ্য বিধানসভায় বিজেপি জিততে পারে ১০৬টি আসনে। সেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে ১১৭টি আসনে। ভোটের হিসাবে বিজেপি পেতে পারে ৪০ শতাংশ। আর কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট।

ছত্রিশগড় রাজ্যে ৯০টি আসন। এর মধ্যে ৫৪টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপির জেতার সম্ভাবনা ৩৩টি আসনে। কংগ্রেস পেতে পারে ৪০ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট।

রাজস্থান রাজ্যে ২০০টি আসন। সমীক্ষা প্রতিবেদনে এই রাজ্যে প্রচুর ভোটে কংগ্রেসের জয়ী হওয়ার আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০০টির মধ্যে কংগ্রেসে ১৩০টি আসনে জেতার সম্ভাবনা রয়েছ। পক্ষান্তরে বিজেপির এই সম্ভাবনা মাত্র ৫৭টি আসনে। কংগ্রেস পেতে পারে ৫১ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৭ শতাংশ ভোট।

ওই তিন রাজ্যে বিজেপি এখন ক্ষমতায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান, ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিজেপির রমণ সিং এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির বসুন্ধরা রাজে।

সমীক্ষায় আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস পাওয়া গেছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতের ৫৪৩ আসনের লোকসভা নির্বাচন হওয়ার কথা। এই সমীক্ষায় ভোটাররা বলেন, লোকসভা নির্বাচনে তাঁরা মোদির ওপর বেশি ভরসা রাখছেন। ৪৬ শতাংশ ভোটার বিজেপিকে পছন্দ করছেন। ৩৯ শতাংশ ভোটার কংগ্রেসকে পছন্দ করছেন।