ভারতের বাসযোগ্য শহরের তালিকার মহারাষ্ট্রের তিন শহর

ভারতের বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে মহারাষ্ট্রের পুনে শহরের নাম। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছে মহারাষ্ট্রের নবি মুম্বাই ও গ্রেটার মুম্বাই শহর। ভারতের কেন্দ্রীয় সরকার এই প্রথম একটি সমীক্ষা চালিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে জানানো হয়, বাসযোগ্য শহরের তালিকার একেবারে শেষে রয়েছে ভারতের উত্তর প্রদেশের রামপুর শহরের নাম। শেষের দিকে থাকা অন্য দুটি শহর হলো—নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ও বিহারের রাজধানী পাটনা।

কেন্দ্রীয় সরকার ১০০ নম্বরে ৭৮টি যোগ্যতার মাপকাঠির ওপর ভিত্তি করে ভারতের ১১১টি শহরের ওপর এ সমীক্ষা চালায়। তবে এ সমীক্ষায় যোগ দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। এতে বাসযোগ্য শহরের তালিকায় পশ্চিমবঙ্গের কোনো শহরের নাম অন্তর্ভুক্ত হয়নি।

সমীক্ষা প্রতিবেদনে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের নাম উঠে এসেছে ১৪ নম্বরে। ২৩ নম্বরে উঠে এসেছে গুজরাটের পুরোনো রাজধানী শহর আহমেদাবাদের নাম।

২৭ নম্বরে উঠে এসেছে অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের নাম। ৩৩ নম্বরে উত্তর প্রদেশের বারানসি শহর। রাজধানী নয়াদিল্লির নাম উঠে এসেছে ৬৫ নম্বরে।