ভারত-পাকিস্তানের ম্যাচ দেখবেন ইমরান

ইমরান খান
ইমরান খান

ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই ভক্ত-সমর্থকদের কাছে অন্যকিছু। এই ম্যাচের আগেই নানান চাপান উতর শুরু হয়। এবারের এশিয়া কাপে অনেকের কাছে কাঙ্খিত সেই ম্যাচ আগামীকাল বুধবার। ভারত-পাকিস্তানের সেই ম্যাচ দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেডিয়ামে বসে সরাসরি খেলার দেখার সম্ভাবনা আছে তাঁর। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দুই দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন ইমরান খান। এশিয়া কাপের চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানে ঐতিহাসিক ম্যাচের অংশ হতে দুবাইয়ে যাবেন তিনি।

এশিয়া কাপ শুরু হয়েছে গত ১৫ সেপ্টেম্বর। ট্রফি জয়ের লক্ষ্যে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের অপেক্ষায় ভারত-পাকিস্তান।

স্টেডিয়ামে গিয়ে ইমরান খানের খেলা দেখার বিষয়ে পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ইমরানের এই প্রত্যাশিত সফর নিঃসন্দেহে সব খেলোয়াড়ের মনোবল বাড়াবে। এতে তাঁদের পারফরম্যান্স আরও উৎসাহব্যাঞ্জক হবে।

এ দিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর করছেন ইমরান খান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সফরের জন্য এরই মধ্যে তিনি মদিনা পৌঁছেছেন।