নর্দার্ন আয়ারল্যান্ডে গুলিতে নারী নিহত

দাঙ্গা চলাকালে রাতে গুলির ঘটনাটি ঘটে। ছবি: বিবিসির সৌজন্যে
দাঙ্গা চলাকালে রাতে গুলির ঘটনাটি ঘটে। ছবি: বিবিসির সৌজন্যে

যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরে দাঙ্গা চলাকালে গুলিতে এক নারী নিহত হয়েছেন। একে ‘সন্ত্রাসী’ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আজ শুক্রবার পুলিশ এই তথ্য জানায়। 

নিহত নারী কে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কে বা কারা তাঁকে গুলি করেছে, তা–ও জানা যায়নি।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে সহকারী প্রধান কনস্টেবল মার্ক হ্যামিলটন বলেন, রাতের বেলায় গুলির ঘটনাটি ঘটে। গুলিতে ২৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

গুলিতে নারী নিহত হওয়ার বিষয়টিকে পুলিশ ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে বিবেচনা করছে। এই ঘটনায় হত্যার তদন্ত শুরু হয়েছে।

দাঙ্গা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া ছবিতে দেখা যায়, গাড়ি ও ভ্যান জ্বলছে। পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ও আতশবাজি ছুড়ছে দাঙ্গায় অংশ নেওয়া লোকজন।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯১৬ সালের আন্দোলনের বার্ষিকীতে নর্দার্ন আয়ারল্যান্ডে দাঙ্গার ঘটনা ঘটল।