অর্থনীতিতে গতি আনতে নাগরিকদের নগদ অর্থ পুরস্কার দিচ্ছে হংকং

রাজনৈতিক অস্থিরতা ও করোনাভাইরাস মিলিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে হংকংয়ের অর্থনীতি। ছবি: রয়টার্স
রাজনৈতিক অস্থিরতা ও করোনাভাইরাস মিলিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে হংকংয়ের অর্থনীতি। ছবি: রয়টার্স

টানা কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় স্থবির হয়ে আছে হংকংয়ের অর্থনীতি। মানুষের আয় কমে গেছে, অর্থ ব্যয় কমে গেছে। ফলে বিনিয়োগও গেছে কমে। এমন পরিস্থিতি থেকে বের হতে নতুন পদক্ষেপ নিয়েছে হংকং সরকার। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিককে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য ১০ হাজার হংকং ডলার বা ১ হাজার ২৮০ মার্কিন ডলার বরাদ্দ ঘোষণা করেছে হংকং সরকার। চলমান অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতেই দেশটির এমন পদক্ষেপ।

বিষয়টি নিশ্চিত করে হংকংয়ের অর্থসচিব পল চেন বুধবার বলেছেন, ‘এ বছর হংকংয়ের অর্থনীতি বিশাল চ্যালেঞ্জের মুখে আছে। অনেক চিন্তাভাবনার পর প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে ১০ হাজার হংকং ডলার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যেন খরচ করতে পারে, সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া।’ অর্থনীতিকে চাঙা করতে বাড়িভাড়া এবং পাবলিক ট্যাক্স কমানোর সিদ্ধান্তও নিয়েছে দেশটি।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের জন্যও ত্রাণ তহবিল গঠন করেছিল হংকং। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটিতে পর্যটকের সংখ্যা একদম কমে গেছে। যে কারণে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ ব্যবসায়ী ও পর্যটন কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে দেশটির সরকার।