স্পেনে করোনায় মৃত্যু কমছে, আক্রান্তও কমে আসছে

স্পেনের মাদ্রিদের গ্রান ভিয়া স্ট্রিটে একটি গাড়ি থামিয়ে তল্লাশি করছেন মাস্ক পরা পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স
স্পেনের মাদ্রিদের গ্রান ভিয়া স্ট্রিটে একটি গাড়ি থামিয়ে তল্লাশি করছেন মাস্ক পরা পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। এর পাশাপাশি কমছে নতুন করে আক্রান্তের সংখ্যা। আজ শনিবার স্পেনের সরকারি সূত্র এ তথ্য দিয়েছে। খবর রয়টার্সের।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৪৪। অর্থাৎ মৃত্যুর হার ৭ শতাংশ। গতকাল শুক্রবার এ হার ছিল ৯ শতাংশ। এক সপ্তাহ আগে ইউরোপের দেশটিতে মৃত্যুর হার ছিল ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮০৯ জনের। শুক্রবার এ সংখ্যা ছিল ৯৩২, বৃহস্পতিবার ৯৫০। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন। আক্রান্তের দিক থেকে এখন ইতালিকে পেছনে ফেলেছে স্পেন।

স্পেনের সরকারি কর্মকর্তারা বলছেন, স্পেনে নতুন করে সংক্রমণের হার কমছে। এতে বোঝা যাচ্ছে, লকডাউন ব্যবস্থা কার্যকর হচ্ছে।