জাহাজটি দুই টুকরা হওয়ার আশঙ্কা

এমভি ওয়াকাশিও প্রায় ৪ হাজার টন জ্বালানি তেল বহন করছিল বলে ধারণা করা হয়। ছবি: রয়টার্স
এমভি ওয়াকাশিও প্রায় ৪ হাজার টন জ্বালানি তেল বহন করছিল বলে ধারণা করা হয়। ছবি: রয়টার্স

দ্বীপরাষ্ট্র মরিশাসের কাছে সমুদ্রে তেল ছড়াতে থাকা জাহাজটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় জাহাজটি ভেঙে দুই টুকরা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এমভি ওয়াকাশিও নামের জাহাজটি প্রায় ৪ হাজার টন জ্বালানি তেল বহন করছিল বলে ধারণা করা হয়। জাহাজটি থেকে ১ হাজার টনের বেশি তেল ইতিমধ্যে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার ‘পরিবেশগত জরুরি অবস্থা’ ঘোষণা করে মরিশাস।

জাপানের মালিকানাধীন জাহাজটি চীন থেকে ব্রাজিল যাচ্ছিল। গত ২৫ জুলাই মরিশাসের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি প্রবাল প্রাচীরে জাহাজটি ধাক্কা খায়। ধাক্কায় জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার পর থেকে জাহাজটি সমুদ্রে তেল ছড়াচ্ছে।

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশগত উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জাহাজটি থেকে ১ হাজার টনের বেশি তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। ছবি: রয়টার্স
জাহাজটি থেকে ১ হাজার টনের বেশি তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। ছবি: রয়টার্স

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ বলেছেন, ৫০০ টন তেল পাম্প করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তা সত্ত্বেও তাঁর দেশে সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জামবাহী একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের তৎপরতায় সহায়তার জন্য ছয় সদস্যের একটি দল পাঠিয়েছে জাপান।