কাদায় লুটোপুটি

১ / ৮
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বাসিন্দারা ‘মেবুগ-বুগান’ প্রথা পালন করে থাকে। সারা গায়ে কাদা মাখিয়ে নিজেকে বিশুদ্ধ করাই এই ঐতিহ্যবাহী প্রথার উদ্দেশ্য। গায়ে কাদা মাখিয়ে উচ্ছ্বসিত মেয়ে দুটি। বালি, ইন্দোনেশিয়া, ১৮ মার্চ। ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বাসিন্দারা ‘মেবুগ-বুগান’ প্রথা পালন করে থাকে। সারা গায়ে কাদা মাখিয়ে নিজেকে বিশুদ্ধ করাই এই ঐতিহ্যবাহী প্রথার উদ্দেশ্য। গায়ে কাদা মাখিয়ে উচ্ছ্বসিত মেয়ে দুটি। বালি, ইন্দোনেশিয়া, ১৮ মার্চ। ছবি: এএফপি
২ / ৮
একদল বালিবাসী কাদায় মাখামাখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছবি: এএফপি
একদল বালিবাসী কাদায় মাখামাখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছবি: এএফপি
৩ / ৮
কাদা মেখে কত অঙ্গভঙ্গি! ছবি: এএফপি
কাদা মেখে কত অঙ্গভঙ্গি! ছবি: এএফপি
৪ / ৮
কাদায় মাখামাখি হয়ে সবচেয়ে বেশি খুশি শিশুরা। ছবি: এএফপি
কাদায় মাখামাখি হয়ে সবচেয়ে বেশি খুশি শিশুরা। ছবি: এএফপি
৫ / ৮
অনেকের কাছে এটি একটি প্রথা, শিশুদের জন্য খেলা। ছবি: এএফপি
অনেকের কাছে এটি একটি প্রথা, শিশুদের জন্য খেলা। ছবি: এএফপি
৬ / ৮
কাদা মেখেছে ছোট-বড় সবাই। ছবি: এএফপি
কাদা মেখেছে ছোট-বড় সবাই। ছবি: এএফপি
৭ / ৮
শরীরে কাদা মেখে প্রথা পালন করছেন গ্রামের প্রবীণেরাও। ছবি: এএফপি
শরীরে কাদা মেখে প্রথা পালন করছেন গ্রামের প্রবীণেরাও। ছবি: এএফপি
৮ / ৮
শরীরে কাদা মেখে ফিরছেন গ্রামবাসী। ছবি: এএফপি
শরীরে কাদা মেখে ফিরছেন গ্রামবাসী। ছবি: এএফপি