সুদানের চলে যাওয়া

১ / ৮
বিশ্বে বেঁচে থাকা সর্বশেষ পুরুষ সাদা গন্ডার ৪৫ বছর বয়সী ‘সুদান’-এর মৃত্যু হয়েছে। গত বছর কেনিয়ার ‘মাসাই ক্রিকেট ওয়ারিয়র’ সদস্যের সঙ্গে সুদান। লাইকিপিয়া, কেনিয়া। ১৮ জুন, ২০১৭। ছবি: রয়টার্স
বিশ্বে বেঁচে থাকা সর্বশেষ পুরুষ সাদা গন্ডার ৪৫ বছর বয়সী ‘সুদান’-এর মৃত্যু হয়েছে। গত বছর কেনিয়ার ‘মাসাই ক্রিকেট ওয়ারিয়র’ সদস্যের সঙ্গে সুদান। লাইকিপিয়া, কেনিয়া। ১৮ জুন, ২০১৭। ছবি: রয়টার্স
২ / ৮
কেনিয়ার সংরক্ষিত বনে প্রহরীর হাত থেকে গাজর খাচ্ছে সুদান। লাইকিপিয়া ন্যাশনাল পার্ক, কেনিয়া। ৩ মে, ২০১৭। ছবি: রয়টার্স
কেনিয়ার সংরক্ষিত বনে প্রহরীর হাত থেকে গাজর খাচ্ছে সুদান। লাইকিপিয়া ন্যাশনাল পার্ক, কেনিয়া। ৩ মে, ২০১৭। ছবি: রয়টার্স
৩ / ৮
কেনিয়ার সংরক্ষিত বনে ঘুরে বেড়াচ্ছে সুদান। লাইকিপিয়া, কেনিয়া। ১৮ জুন, ২০১৭। ছবি: রয়টার্স
কেনিয়ার সংরক্ষিত বনে ঘুরে বেড়াচ্ছে সুদান। লাইকিপিয়া, কেনিয়া। ১৮ জুন, ২০১৭। ছবি: রয়টার্স
৪ / ৮
সাদা গন্ডার প্রজাতির এই দুটি নারী গন্ডার এখন পৃথিবীতে টিকে আছে—নাজিন (বাঁ দিকে) ও ফাতু। নাইরোবি, সুদান, ২০ মার্চ। ছবি: এএফপি
সাদা গন্ডার প্রজাতির এই দুটি নারী গন্ডার এখন পৃথিবীতে টিকে আছে—নাজিন (বাঁ দিকে) ও ফাতু। নাইরোবি, সুদান, ২০ মার্চ। ছবি: এএফপি
৫ / ৮
সুদানকে দেখতে এসেছিলেন ব্রিটিশ অভিনেত্রী লিজ হারলি। লাইকিপিয়া, কেনিয়া। ২৮ এপ্রিল, ২০১৬। ছবি: এএফপি
সুদানকে দেখতে এসেছিলেন ব্রিটিশ অভিনেত্রী লিজ হারলি। লাইকিপিয়া, কেনিয়া। ২৮ এপ্রিল, ২০১৬। ছবি: এএফপি
৬ / ৮
সুদানের সংরক্ষিত বনে দৌড়াচ্ছে নারী সাদা গন্ডার ফাতু। নাইরোবি, সুদান, ২০ মার্চ। ছবি: এএফপি
সুদানের সংরক্ষিত বনে দৌড়াচ্ছে নারী সাদা গন্ডার ফাতু। নাইরোবি, সুদান, ২০ মার্চ। ছবি: এএফপি
৭ / ৮
কেনিয়ার সংরক্ষিত বনে একাকী হাঁটছে সুদান। লাইকিপিয়া ন্যাশনাল পার্ক, কেনিয়া। ৩ মে, ২০১৭। ছবি: রয়টার্স
কেনিয়ার সংরক্ষিত বনে একাকী হাঁটছে সুদান। লাইকিপিয়া ন্যাশনাল পার্ক, কেনিয়া। ৩ মে, ২০১৭। ছবি: রয়টার্স
৮ / ৮
সর্বশেষ সাদা তিন গন্ডার সুদান, নাজিন ও ফাতুর আদলে নিউইয়র্কের অ্যাস্টর প্লেসের সামনে স্থাপিত ভাস্কর্য। শিল্পী গিলি ও মার্কের তৈরি ১৭ ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্যটি বিশ্বের সবচেয়ে বড় গন্ডারের ভাস্কর্য। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৫ মার্চ। ছবি: এএফপি
সর্বশেষ সাদা তিন গন্ডার সুদান, নাজিন ও ফাতুর আদলে নিউইয়র্কের অ্যাস্টর প্লেসের সামনে স্থাপিত ভাস্কর্য। শিল্পী গিলি ও মার্কের তৈরি ১৭ ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্যটি বিশ্বের সবচেয়ে বড় গন্ডারের ভাস্কর্য। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৫ মার্চ। ছবি: এএফপি