মালালার বাড়ি ফেরা

১ / ১০
তালেবানের গুলি খেয়েও বেঁচে যাওয়া নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অতীতের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে গত বৃহস্পতিবার পাকিস্তানে ফেরেন। এর দুদিন পর জন্মস্থান সোয়াত উপত্যকায় যান মালালা। ছয় বছর বিদেশে কাটিয়ে গতকাল শনিবার নিজ ভূমি মিঙ্গোরায় ফেরার এ ঘটনায় স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। সোয়াত উপত্যকা পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
তালেবানের গুলি খেয়েও বেঁচে যাওয়া নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অতীতের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে গত বৃহস্পতিবার পাকিস্তানে ফেরেন। এর দুদিন পর জন্মস্থান সোয়াত উপত্যকায় যান মালালা। ছয় বছর বিদেশে কাটিয়ে গতকাল শনিবার নিজ ভূমি মিঙ্গোরায় ফেরার এ ঘটনায় স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। সোয়াত উপত্যকা পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
২ / ১০
পাকিস্তানের ক্যাডেট কলেজ সোয়াত প্রাঙ্গণে নোবেলজয়ী মালালা। গুলিবাগ, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
পাকিস্তানের ক্যাডেট কলেজ সোয়াত প্রাঙ্গণে নোবেলজয়ী মালালা। গুলিবাগ, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
৩ / ১০
বাবা, মা ও ভাইয়ের সঙ্গে মালালা ইউসুফজাই। গুলি বাগ, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
বাবা, মা ও ভাইয়ের সঙ্গে মালালা ইউসুফজাই। গুলি বাগ, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
৪ / ১০
নিজের ঘরে মালালা বইপত্র, যেভাবে রেখে গিয়েছিলেন, সেভাবেই আছে। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
নিজের ঘরে মালালা বইপত্র, যেভাবে রেখে গিয়েছিলেন, সেভাবেই আছে। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
৫ / ১০
বিভিন্ন সময়ে মালালা যে পদক ও সনদগুলো পেয়েছিলেন, সেগুলো যত্ন করে রাখা আছে শোকেসে। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
বিভিন্ন সময়ে মালালা যে পদক ও সনদগুলো পেয়েছিলেন, সেগুলো যত্ন করে রাখা আছে শোকেসে। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
৬ / ১০
এই খুশহাল স্কুলেই একসময় পড়তেন মালালা। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
এই খুশহাল স্কুলেই একসময় পড়তেন মালালা। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
৭ / ১০
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন মালালা ইউসুফজাই। ইসলামাবাদ, পাকিস্তান, ২৯ মার্চ। ছবি: রয়টার্স
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন মালালা ইউসুফজাই। ইসলামাবাদ, পাকিস্তান, ২৯ মার্চ। ছবি: রয়টার্স
৮ / ১০
সোয়াতের সাংলা জেলায় খাপাল কোর মডেল স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। এই স্কুলটি মালালার পাওয়া নোবেল পুরস্কারের টাকা দিয়ে তৈরি। ৩০ মার্চ। ছবি: রয়টার্স
সোয়াতের সাংলা জেলায় খাপাল কোর মডেল স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। এই স্কুলটি মালালার পাওয়া নোবেল পুরস্কারের টাকা দিয়ে তৈরি। ৩০ মার্চ। ছবি: রয়টার্স
৯ / ১০
বিশ্বের সর্ব কনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে কাছে পেয়ে সেলফি তোলেন এক নারী সাংবাদিক। সেরেনা হোটেল, ইসলামাবাদ। ৩০ মার্চ, ২০১৮। ছবি: এএফপি
বিশ্বের সর্ব কনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে কাছে পেয়ে সেলফি তোলেন এক নারী সাংবাদিক। সেরেনা হোটেল, ইসলামাবাদ। ৩০ মার্চ, ২০১৮। ছবি: এএফপি
১০ / ১০
মিঙ্গোরায় বাড়ি পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে ফিরে যাচ্ছেন মালালা। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স
মিঙ্গোরায় বাড়ি পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে ফিরে যাচ্ছেন মালালা। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স