লোকটা

লোকটা কবি কবি আসলে কবি নয়

থাকে সে একা একা, জানে না অভিনয়।

চেঁচিয়ে কথা বলে

লাফিয়ে হেঁটে চলে।

থাকে সে লালবাগে

চেহারা লাল, রাগে—

আঁকে সে ছবি-টবি—ওগুলো ছবি নয়,

লোকটা কবি কবি, আসলে কবি নয়।

সকালে ঘুরে ঘুরে লোকটা উড়ে উড়ে

কখনো কাছে দূরে, ছন্দ সুরে সুরে

লোকটা চোখ বুঁজে কবিতা খুঁজে খুঁজে

আকাশে চেয়ে থাকে। পাতারা ঝরে যায়...

ফরাসি কবিতার বই সে পড়ে যায়...

কবিতা থাকে কই? কোথায় ঘরবাড়ি

কবিতা মানে পাখি, মায়ের লাল শাড়ি।

কবিতা মানে ভাব—ছন্নছাড়া ঘোর

কবিতা মানে লাল সূর্যমাখা ভোর।

এসব ভাবনার গভীরে ডুবে থাকে।

লোকটা স্বপ্নের কবিতা—ছবি আঁকে।

কখনো শাহবাগে সেগুনবাগিচাতে

সকালে সন্ধ্যায় গভীর কোন রাতে

কাব্য আলোচনা একাকী করে যায়...

আকাশে চেয়ে থাকে। পাতারা ঝরে যায়...

সরল সোজা লোক। কখনো লোভী নয়

লোকটা কবি কবি আসলে কবি নয়।

অলংকরণ: জুনায়েদ