আমাদের কোথাও কোনো শাখা নেই

দিনের বেলার ইশকুলটায় নানান রকম জ্বালা

আজ হরতাল, কাল ভাঙচুর, পরশু ঝোলে তালা।

লস পোষাতে শুক্র, শনির বন্ধগুলো মাটি

ইশকুল তো ইশকুল নয়, অনিয়মের ঘাঁটি।

বইয়ের বোঝা ইশকুলে নাও, বাসায় ফেরত আনো।

কী পড়ছ কী লিখছ নিজেই কি আর জানো!

যত্ন করে পড়ায় না কেউ, পরীক্ষা নেয় কড়া

রেজাল্ট দেখে বাবা-মায়ের চক্ষু ছানাবড়া।

তার পরও যাও সেই ইশকুলে, বাধ্য হয়ে যাওয়া

দিনের শেষে জ্ঞান-বুদ্ধি মগজ থেকে হাওয়া।

পড়ার নামে খামখেয়ালি, মান নিম্নগামী

কী ভেবেছ, বসে বসে দেখার মানুষ আমি!

শিক্ষা নিয়ে চিন্তা করার কেউ দেখি না কাছে

তাই তো রাতের ইশকুলটা খুলেছি বটগাছে।

রাতের বেলার ইশকুল তাই হরতালে নেই ছুটি

চ্যালেঞ্জ করি এমন ভালো ইশকুল নেই দুটি।

সব ইশকুলের সেরা এটা, কেউ ভেবো না বড়াই

ইশকুলটায় আমিই টিচার, সবই আমি পড়াই।

সন্ধ্যা হলেই পড়তে আসে বনের সকল ঝিঁঝি

পড়াই ওদের পৌরনীতি, অঙ্ক ও ইংরিজি।

বাংলা পড়াই, ভূগোল পড়াই, পড়াই ইতিহাসও

আমার কাছে ফেল করা নেই, নেই তো কোনো পাসও।

পড়ালেখার মানে হলো শেখা এবং জানা

গোল্ডেন ‘এ’, জিপিএ ফাইভ এ ইশকুলে মানা।

তোমরা যখন ইশকুলে যাও অকারণেই চেঁচাও

আমার কাছে শান্ত বাদুড়, শান্ত থাকে প্যাঁচাও।

ক্লাসে কোনো দুষ্টুমি নেই, কেউ মারে না গুঁতো

শান্ত হয়ে পড়া শেখে গোটা চারেক ভূতও।

পড়ার মানে অন্ধকারে জ্ঞানের মশাল জ্বালো

আমার কাছে পড়ার ফলেই জোনাকি দেয় আলো।

বুঝলে এবার এ ইশকুলে সবাই কেন আসে!

পড়াশোনার মান বাড়াতে আমায় পাবে পাশে।

ভর্তি ফি বা মাসের বেতন? যাও তো ওসব ভুলে

শিখতে হলে আসতে হবেই আমার এ ইশকুলে।

সারা দেশে কোনখানে পাবে না এর শাখা

জলদি এসো, হাতে গোনা দুয়েকটি সিট ফাঁকা।

অলংকরণ: জুনায়েদ