বাবার প্রিয় সিনেমা হীরক রাজার দেশে, মেয়ের থ্রি ইডিয়টস

মেয়ের সঙ্গে আনজীর লিটন। ছবি: খালেদ সরকার
মেয়ের সঙ্গে আনজীর লিটন। ছবি: খালেদ সরকার

বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ও ছড়াকার আনজীর লিটন। তাঁর মেয়ে নুশিন তারাননুম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এবারের দুই প্রজন্মে থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দ।

১. প্রিয় লেখক?
আনজীর লিটন: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায় ও সুকুমার রায়।
মেয়ে: বাবা ও রবীন্দ্রনাথ ঠাকুর।
২. পছন্দের বই?
আনজীর লিটন: ভালো লাগার অনেক বই আছে। জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে।
মেয়ে: বাবার লেখা বাবা বাড়ি ফেরেনি বইটি।
৩. যে সিনেমা দেখতে ভালো লাগে?
আনজীর লিটন: হীরক রাজার দেশে, পিকু, সুজন সখী।
মেয়ে: থ্রি ইডিয়টস, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি
৪. কার অভিনয় ভালো লাগে?
আনজীর লিটন: সোহেল রানা, আমির খান, রানী মুখার্জি ও দীপিকা পাড়ুকোন।
মেয়ে: জনি লিভার, টম ক্রুজ, দীপিকা পাড়ুকোন ও অ্যাঞ্জেলিনা জোলি।
৫. প্রিয় শিল্পী?
আনজীর লিটন: কুমার বিশ্বজিৎ, মান্না দে।
মেয়ে: যখন যাঁর গান শুনি তখন তাঁর গান ভালো লাগে।
৬. কোন খেলা ভালো লাগে?
আনজীর লিটন: ফুটবল
মেয়ে: ক্রিকেট
৭. প্রিয় খেলোয়াড়?
আনজীর লিটন: সালাউদ্দিন
মেয়ে: সাকিব আল হাসান ও মহেন্দ্র সিং ধোনি।
৮. পরস্পরের ভালো দিক ও মন্দ দিক?
আনজীর লিটন: সব সময় সত্য-সুন্দরকে লালন করে। খারাপ দিক, ঝামটা মেরে রাগ করা।
মেয়ে: অনেক আদর করে, কিছুতেই না করে না। কিন্তু আমাদের সময় অনেক কম দেয়।
৯. রেগে গেলে কী করেন?
আনজীর লিটন: চুপ করে বসে থাকি।
মেয়ে: লাইট বন্ধ করে শুয়ে থাকি।
১০. যে খাবার খেতে ভালো লাগে?
আনজীর লিটন: গরুর মাংস এবং ঠান্ডা চা খেতে ভালো লাগে।
মেয়ে: ভুনা খিচুড়ি ও শুকনো মরিচের ভর্তা।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান