মা ও ছেলের প্রিয় সিনেমা 'গুপি গাইন বাঘা বাইন'

মায়ের সঙ্গে আরাফাত মহসিন
মায়ের সঙ্গে আরাফাত মহসিন

তরুণ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন। তাঁর মা মাহমুদা বেগম, ব্যবসায়ী। এবারের দুই প্রজন্মে থাকছে মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?

আরাফাত মহসিন:
ভাত আর ঘন ডালভর্তা বেশি পছন্দ।

মা: মাছ, সবজি, ডাল ও ভাত।

২. যাঁদের গান পছন্দ করি...

আরাফাত মহসিন: সেভাবে পছন্দের কেউ নেই। যা ভালো লাগে তা-ই শুনি। হোক তা গান কিংবা ইন্সট্রুমেন্টাল। তবে পুরোনো দিনের গান বেশি ভালো লাগে।

মা: হেমন্ত মুখোপাধ্যায়, নিলুফার ইয়াসমিন, অর্ণব ও আরাফাত মহসিন।

৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...

আরাফাত মহসিন: গুপি গাইন বাঘা বাইন প্রিয় সিনেমা, কতবার যে দেখেছি তার হিসাব নেই।

মা: গুপি গাইন বাঘা বাইন, পারমিতার একদিনজীবন থেকে নেয়া বারবার দেখতে ইচ্ছে করে।

৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?

আরাফাত মহসিন: অপরিচিত যেকোনো জায়গায়।

মা: প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যেকোনো জায়গায় ঘুরতে ভালো লাগে।

৫. কাদের লেখা ভালো লাগে?

আরাফাত মহসিন: সত্যজিৎ রায়, সুকুমার রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভালো লাগে।

মা: রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ ও সমরেশ মজুমদার।

৬. পছন্দের রং...

আরাফাত মহসিন: কালো।

মা: আকাশি নীল।

৭. পছন্দের গ্যাজেট?

আরাফাত মহসিন: নিজের কম্পিউটার।

মা: মোবাইল ফোন।

৮. অবসরে ভালো লাগে...

আরাফাত মহসিন: ছবি আঁকতে, ছবি তুলতে, সিনেমা দেখতে আর চুপচাপ বসে থাকতে ভালো লাগে।

মা: গান শুনি আর বই পড়ি।

সাক্ষাৎকার: মনজুর কাদের