আরআরএফে ১০ পদে ৭২৩ নিয়োগ

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সম্প্রতি তাদের ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ১০টি পদে মোট ৭২৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি গত ১৭ নভেম্বর, ২০১৭ তারিখ শুক্রবারের প্রথম আলোর চাকরিবাকরির তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, সহকারী পরিচালক - এমএফ পদে ৩ জন, আঞ্চলিক ব্যবস্থাপক পদে ১০ জন, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক পদে ৫ জন, মনিটরিং অফিসার পদে ৫ জন, শাখা ব্যবস্থাপক পদে ৬০ জন, সহকারী শাখা ব্যবস্থাপক পদে ৪০ জন, সহকারী শাখা হিসাবরক্ষক পদে ৮০ জন, ক্রেডিট অফিসার পদে ৩০০ জন, জুনিয়র ক্রেডিট অফিসার পদে ২০০ জন এবং সার্ভিস স্টাফ (অস্থায়ী) পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে আরএফএফের পরিচালক, অর্থ ও হিসাব অরুণ কুমার বিশ্বাস জানান, পদগুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে পরীক্ষারদিন অর্থাৎ আগামী ৮ ডিসেম্বর, ২০১৭ তারিখ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

প্রতিটি পদে আবেদনের জন্যই আবেদনকারীদেরকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষা পাসের মূল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ ও মূল নাগরিকত্ব সনদ, অনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স ও তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্রসহ আগামী ৮ ডিসেম্বর, ২০১৭ তারিখ সকাল ৯টায় নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রের বিস্তারিত ঠিকানা পাওয়া যাবে গত ১৭ নভেম্বর, ২০১৭ শুক্রবারের দৈনিক প্রথম আলোর চাকরিবাকরির তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত বিজ্ঞপ্তিটিতে।

এ বিষয়ে অরুণ কুমার বিশ্বাস জানান, প্রার্থীরা তাঁদের সুবিধামতো আমাদের তিনটি পরীক্ষাকেন্দ্রের যেকোনো একটিতে পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য জেলা কিংবা বিভাগভিত্তিক নির্দিষ্ট কোনো পরীক্ষাকেন্দ্র নেই। তবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের পরীক্ষার দিন পরীক্ষা ফি হিসেবে ২০০ টাকা নগদ প্রদান করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা আরএফএফের নির্ধারিত স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এ ক্ষেত্রে সহকারী পরিচালক এমএফ পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ৪৩ হাজার ২৮৪ টাকা, আঞ্চলিক ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ৩৩ হাজার ৫১০ টাকা, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ২৯ হাজার ৫০৫ টাকা, মনিটরিং অফিসার পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ২৭ হাজার ৭৯০ টাকা, শাখা ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ২৬ হাজার ৬০২ টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ২১ হাজার ৩৩৭ টাকা, সহকারী শাখা হিসাবরক্ষক পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ১৮ হাজার ৭৪০ টাকা, ক্রেডিট অফিসার পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ১৬ হাজার ১৮৮ টাকা, জুনিয়র ক্রেডিট অফিসার পদে নিয়োগপ্রাপ্তরা মাসে ১৪ হাজার ৪৬ টাকা এবং সার্ভিস স্টাফ (অস্থায়ী) পদে নিয়োগপ্রাপ্তরা মাসে সাকল্যে সাত হাজার টাকা হারে মাসিক বেতন প্রাপ্ত হবেন।

নিয়মিত বেতনের পাশাপাশি মনোনীত প্রার্থীরা স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে তিনটি উৎসব ভাতা, কর্মস্থলে আবাসন সুবিধা/ভাতা, মোটরসাইকেল, কম্পিউটার, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা ইত্যাদি বিভিন্ন সুবিধা প্রাপ্ত হবেন।

বিস্তারিত জানতে যোগাযোগ

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)

উত্তরা শাখা অফিস,

রোড নং ৩০, হাউজ নং ০১, সেক্টর ০৭ উত্তরা, ঢাকা

ওয়েবসাইট www.rrf-bd.org