জেসিয়ার প্রিয় গাউন, মায়ের শাড়ি

মায়ের সঙ্গে জেসিয়া ইসলাম ছবি: কবির হোসেন। স্থান: হোটেল আমারি ঢাকা
মায়ের সঙ্গে জেসিয়া ইসলাম ছবি: কবির হোসেন। স্থান: হোটেল আমারি ঢাকা
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম। বেশ কিছুদিন ধরে মডেলিংয়েও যুক্ত আছেন তিনি। চীনের সানাইয়া শহরে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা চল্লিশে জায়গা করে নেন বাংলাদেশের এই প্রতিযোগী। তাঁর মা রাজিয়া সুলতানা গৃহিণী। এবারের দুই প্রজন্মে থাকছে মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা

১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?
জেসিয়া: বাঙালি সব ধরনের খাবার। বিদেশি খাবারের মধ্যে পিৎজা প্রিয়।
মা: ভাত, মাছ, সবজি, ডাল আর পাস্তা ভালো লাগে।

২. যাঁর গান পছন্দ করি...
জেসিয়া: দেশের বাইরে টেলর সুইফটের গান খুব বেশি শুনি। দেশের মধ্যে বাপ্পা মজুমদার ও অর্ণবের গান ভালো লাগে।
মা: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর।

৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...
জেসিয়া: ‘কেয়ামত থেকে কেয়ামত’।
মা: ‘নীল আকাশের নিচে’, ‘নয়নমণি’ ও ‘জীবন থেকে নেয়া’।

৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
জেসিয়া: সমুদ্রের বিশালতায় হারিয়ে যেতে মন চায় বেশি।
মা: সাগরপাড়ের সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে। তাই বেড়ানোর জন্য কক্সবাজার আমার সবচেয়ে প্রিয়।

৫. কার লেখা ভালো লাগে?
জেসিয়া: হ‌ুমায়ূন আহমেদ ও জাফর ইকবাল।
মা: হ‌ুমায়ূন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশ।

৬. পছন্দের রং
জেসিয়া: কালো।
মা: কালো।

৭. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?
জেসিয়া: বিভিন্ন ধরনের রিয়েলিটি শো ও গানের অনুষ্ঠান দেখা হয় বেশি।
মা: নাটক ও সিনেমাই সবচেয়ে বেশি দেখা হয়।

৮. পছন্দের পোশাক কী?
জেসিয়া: গাউন আমার সবচেয়ে পছন্দ।
মা: শাড়ি সবচেয়ে প্রিয়। আরামের জন্য সালোয়ার-কামিজও পরা হয়।

৯. একা থাকলে কী করেন?
জেসিয়া: সিনেমা দেখতে আর চুপচাপ বসে থাকতে ভালো লাগে।
মা: বই পড়ি ও বাসা গোছাই।
সাক্ষাৎকার: মনজুর কাদের