ইউআইইউতে শুরু হয়েছে চাকরি মেলা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট ফেয়ার’। ছবি: সংগৃহীত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট ফেয়ার’। ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও প্রথম আলোর অনলাইন জব পোর্টাল চাকরি ডট কমের উদ্যোগে শুরু হয়েছে ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট ফেয়ার’। আজ সোমবার বেলা ১১টায় ইউআইইউতে দুই দিনব্যাপী এ চাকরি মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক চৌধুরী মোফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ডিজিটালের সহকারী মহাব্যবস্থাপক স্টিভ অ্যান্থনি জ্যাকব ও ইউআইইউয়ের ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালক মঞ্জুরুল হক খান।

মেলায় ব্র্যাক, বাংলা লিংক, আইডিএলসি, আইপিডিসি, বসুন্ধরা গ্রুপ ও ইউনাইটেড গ্রুপসহ ৪৪টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারবে। তাঁরা তাঁদের পছন্দমতো প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত দিতে পারবে।