শাহাদুজ্জামানের প্রিয় জীবনানন্দ দাশ, ছেলের প্যাট্রিক নেস

ছেলের সঙ্গে শাহাদুজ্জামান। ছবি: সংগৃহীত
ছেলের সঙ্গে শাহাদুজ্জামান। ছবি: সংগৃহীত

শাহাদুজ্জামান, কথাসাহিত্যিক। তাঁর বড় ছেলে নিয়র জামান, পড়াশোনা করছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্টে। আজ থাকছে বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা

১. প্রিয় খাবার কোনগুলো?

শাহাদুজ্জামান: খিচুড়ি, বেগুন ভাজা আর থাই খাবার।

ছেলে: নাচোজ, পাস্তা, আলুর দম।

২. প্রিয় রং?

শাহাদুজ্জামান: বাদামি।

ছেলে: লাল।

৩. যে জায়গায় বারবার বেড়াতে যেতে চাই...

শাহাদুজ্জামান: ভিয়েতনামের রাজধানী হানয় আর নেদারল্যান্ডসের আমস্টারডাম।

ছেলে: ক্রোয়েশিয়া আর স্পেনের মাদ্রিদ।

৪. প্রিয় লেখক যাঁরা...

শাহাদুজ্জামান: জীবনানন্দ দাশ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, দস্তয়ভস্কি।

ছেলে: প্যাট্রিক নেস, স্টিভেন চাবোস্কি, জন গ্রিন।

৫. নিজেকে বদলে দিয়েছে যে বই...

শাহাদুজ্জামান: কোনো একটা বিশেষ বই তো নেই যা নিজেকে বদলে দিয়েছে। কাজান যাকিসের লেটার টু এল গ্রেকো বা দীপেশ চট্টোপাধ্যায়ের প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ-এর কথা হয়তো বলা যায়।

ছেলে: ডেনিয়েল কিইজের ফ্লাওয়ারস ফর আলগারনন

৬. যে সিনেমা মুগ্ধ করে বারবার...

শাহাদুজ্জামান: কোনো একটা ছবির নাম বলা মুশকিল। ঝাং ইয়ামুর রেইজ দ্য রেড ল্যানটার্ন বা আসগার ফারাদির সেপারেশন-এর নাম বলা যায়।

ছেলে: সিটি অব গড

৭. প্রিয় গায়ক-গায়িকা কারা?

শাহাদুজ্জামান: মান্না দে, কিশোর কুমার, শচীন দেববর্মন।

ছেলে: ট্রেভিস স্কট, লিল উজিভারট।

৮. পরস্পরের কোন বিষয়টি ভালো লাগে?

শাহাদুজ্জামান: নিয়রের চমৎকার সেন্স অব হিউমার।

ছেলে: যেকোনো ব্যাপারে বাবার অন্যকে সহযোগিতা করার মনোভাব।

৯. পরস্পরের যেদিকটি বদলালে ভালো লাগবে?

শাহাদুজ্জামান: নিয়র ছুটিতে বাড়িতে এসে লম্বা সময় ঘুমায়। সে সময়টায় ছোট ভাইকে সঙ্গ দিলে খুশি হব।

ছেলে: আমাকে খুশি করার জন্য বাবার বদলানোর দরকার কী? বদল তো নিজের ভেতরের ব্যাপার।

সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ