বাবার প্রিয় সিনেমা 'অবুঝ মন' মেয়ের 'গেরিলা'

>
মেয়ের সঙ্গে বাবা আজিজুল হক। ছবি: অধুনা
মেয়ের সঙ্গে বাবা আজিজুল হক। ছবি: অধুনা

অভিনেতা ও পরিচালক আজিজুল হাকিম। তাঁর মেয়ে নাযাহ্ রাইদাহ্ হাকিম, পড়ছেন ঢাকা কমার্স কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে। আজ থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা

১. কার অভিনয় ভালো লাগে?

আজিজুল হাকিম: সোফিয়া লরেন।

মেয়ে: সাদিয়া ইসলাম মৌ ও আমার আব্বু।

২. প্রিয় সিনেমা?

আজিজুল হাকিম: অবুঝ মনস্কারফেইস

মেয়ে: গেরিলা

৩. কার লেখা ভালো লাগে?

আজিজুল হাকিম: আমি পড়তে ভালোবাসি। এখন হরিশংকর জলদাসের লেখা বেশ ভালো লাগছে।

মেয়ে: মুহম্মদ জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ এবং আমার মা জিনাত হাকিমের লেখা।

৪. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?

আজিজুল হাকিম: ভুনা খিচুড়ি, গরুর মাংস। আমার মেয়ের হাতের যেকোনো রান্না আমার খেতে ভালো লাগে।

মেয়ে: ভর্তা-ভাত।

৫. প্রিয় পোশাক...

আজিজুল হাকিম: জিনস ও টি-শার্ট।

মেয়ে: শাড়ি। 

৬. কাদের গান শুনতে ভালো লাগে?

আজিজুল হাকিম: আমি গান খুব পছন্দ করি। অনেকের গানই আমার ভালো লাগে। যেকোনো শিল্পীর কণ্ঠে মেলোডিয়াস গান আমার ভালো লাগে।

মেয়ে: তাহসান।

৭. অবসর সময়ে কী করেন?

আজিজুল হাকিম: অবসরে বই পড়ি ও পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাই। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করি।

মেয়ে: গান শুনি আর ইউটিউব দেখি।

৮. কোথায় ঘুরতে ভালো লাগে?

আজিজুল হাকিম: আমার সবচেয়ে ভালো লাগে গ্রামে। ঈদের সময় বা ছুটিতে বাচ্চাদের নিয়ে নানাবাড়ি ফরিদপুরে যাই। দেশের বাইরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। 

মেয়ে: ফরিদপুর।

৯. প্রিয় খেলোয়াড়?

আজিজুল হাকিম: ফুটবলে জার্মানির সব খেলোয়াড়ের খেলা আমার ভালো লাগে। ক্রিকেটে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ। মেয়ে: সাকিব আল হাসান, তাসকিন আর বিরাট কোহলি।

১০. পরস্পরের ভালো-মন্দ দিক?

আজিজুল হাকিম: আমার মেয়ে খুব সহজ-সরল। ওর মধ্যে কোনো জটিলতা নেই। তবে একটু ঘুমকাতুরে।

মেয়ে: বাবার কোনো খারাপ দিক নেই। আর বাবাকে আমি কখনো রাগতে দেখিনি।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান