বিয়ের সাজে সাজল তারা

চলতি ধারার সাজপোশাকে অভিনেতা ফেরদৌসের হাত ধরে বিয়ে উৎসবের র‍্যাম্পে এলেন অভিনেত্রী নিপুণ ও পূর্ণিমা। শাড়ি: বেনারসি কুঠী, শেরওয়ানি: ওটু, শারারা: নাবিলা, গয়না: কনক ও ডায়মন্ড ওয়ার্ল্ড, সাজ: পারসোনা
চলতি ধারার সাজপোশাকে অভিনেতা ফেরদৌসের হাত ধরে বিয়ে উৎসবের র‍্যাম্পে এলেন অভিনেত্রী নিপুণ ও পূর্ণিমা। শাড়ি: বেনারসি কুঠী, শেরওয়ানি: ওটু, শারারা: নাবিলা, গয়না: কনক ও ডায়মন্ড ওয়ার্ল্ড, সাজ: পারসোনা

‘বিয়ের বাজার দেশেই’, সানসিল্ক-নকশা বিয়ে উৎসবের মূল বিষয় ছিল এটাই। তাই তো পুরো আয়োজনেই বিয়েবাড়ির সাজ সাজ রব। ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে উৎসবের শেষ আয়োজনে ফ্যাশন শোর কিউগুলোতে তুলে ধরা হয়েছে বিয়ের পোশাক-গয়না-অনুষঙ্গ। সবই এ সময়ের।

এক প্যঁাচে শাড়িতে এখনো স্নিগ্ধ অভিনেত্রী কবরী
এক প্যঁাচে শাড়িতে এখনো স্নিগ্ধ অভিনেত্রী কবরী

শুধু যে বর-কনের পোশাক তা নয়, মা-শাশুড়ির পোশাকের কিউও নজর কাড়ল সবার। সব পোশাক, সব গয়না দেশি। দেশের জনপ্রিয় বেশ কজন তারকাও র‍্যাম্পে হেঁটেছেন বর আর কনের সাজে। বিয়ের গান, নাচ আর ভোজের মাধ্যমে জমকালো এ উৎসব শেষ হয়।

নতুন ঢঙে পরা নীল শাড়িতে বউ সেজেছিলেন নাবিলা
নতুন ঢঙে পরা নীল শাড়িতে বউ সেজেছিলেন নাবিলা

১৯ ও ২০ ডিসেম্বর দুই দিন হোটেলের ওয়েসিস মাঠের মেলাজুড়ে ছিল বিয়ের দেশি অনুষঙ্গের প্রদর্শনী আর নাচ-গান-বাজনা। বিয়ে উৎসবের ফ্যাশন শো, মেলার জমজমাট আয়োজন নিয়েই এবারের নকশা।

আজমী–ইমি দম্পতির সঙ্গে উপস্থাপক পিয়া–ফারুক দম্পতি। পিয়া ও ফারুকের পোশাক: ওটু
আজমী–ইমি দম্পতির সঙ্গে উপস্থাপক পিয়া–ফারুক দম্পতি। পিয়া ও ফারুকের পোশাক: ওটু

সবুজ আর সোনালির মিশ্রণে বানানো জামদানি নকশার লেহেঙ্গা পরা পূর্ণিমা আর গোলাপি শাড়ির নিপুণকে সঙ্গে নিয়ে মঞ্চে এলেন ফেরদৌস। শুরু হয়ে গেল তারকা কিউ। বিয়ে উৎসবের ফ্যাশন শোর শেষ কিউ। কালো লেহেঙ্গায় মেহজাবিন আর পিংক লেহেঙ্গায় বুবলীকে সঙ্গে নিয়ে মঞ্চে এসেছিলেন আরেফিন শুভ। নীল শাড়িতে নাবিলা আর মেরুন গাউনে কনের সাজে ছিলেন মিম। এই দুজনের সঙ্গে এলেন ফুলেল নকশার কালো শেরওয়ানি পরা মডেল নোবেল।

সোনালি কাজ করা মেরুন শারারা পরে মিম এলেন ফুলেল নকশার কালো শেরওয়ানি পরা নোবেলের সঙ্গে পোশাক: নাবিলা ও লুবনান
সোনালি কাজ করা মেরুন শারারা পরে মিম এলেন ফুলেল নকশার কালো শেরওয়ানি পরা নোবেলের সঙ্গে পোশাক: নাবিলা ও লুবনান

এই কিউয়ের আগে আগে বেজে উঠেছিল একটি গান—সে যে কেন এল না কিছু ভালো লাগে না...। এই গানের সঙ্গে র‍্যাম্পে কে এসেছিলেন তা বলে দিতে হয় না। হ্যাঁ, ফুল হাতে এক প্যাঁচে শাড়ি পরে মঞ্চে হেঁটেছিলেন চিত্রনায়িকা কবরী।

আরিফিন শুভর সঙ্গে হেঁটেছিলেন বুবলী ও মেহ্‌জাবীন। পোশাক: নাবিলা
আরিফিন শুভর সঙ্গে হেঁটেছিলেন বুবলী ও মেহ্‌জাবীন। পোশাক: নাবিলা

বিয়ে উৎ​সবের মঞ্চে, নেপথ্যে—

আয়োজক: প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা

এবং ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক

ফ্যাশন শোর মডেল ও তারকাদের সাজ: কানিজ আলমাস খান ও পারসোনা

কোরিওগ্রাফি: আজরা মাহমুদ

গান মিশ্রণ: ডিজে সাগর

বিয়ে উৎ​সবের প্রদর্শনী প্রাঙ্গণ, মঞ্চসজ্জা ও আলোক ব্যবস্থাপনা: ক্রিয়েটো

সাউন্ড: ডিজে প্রো

সম্প্রচার সহযোগী: চ্যানেল আই

এমন মজা হয় না গানের সংগীতায়োজন: চিরকুট।

বিয়ে উৎ​সবের ছবি: কবির হোসেন, খালেদ সরকার ও সুমন ইউসুফ

গ্রন্থনা: শর্মিলা সিনড্রেলা