নতুন বছরের উপহার

সুতা দিয়ে তৈরি তিমারী বল
সুতা দিয়ে তৈরি তিমারী বল

এই বলগুলো আসলে নতুন বছরের উপহার। জাপানিরা একে বলে তিমারী। বলগুলো মূলত সুতা দিয়ে তৈরি। জাপানি ঐতিহ্য অনুযায়ী, নতুন বছরে পুরোনো কিমোনো (একধরনের জাপানি পোশাক) থেকে নেওয়া সুতা দিয়ে বল বানান বয়োজ্যেষ্ঠরা। তারপর নানা রকম নকশা আঁকা এ বল নববর্ষ উপলক্ষে উপহার দেওয়া হয় ছোটদের। আপনি ছবিতে যে বলগুলো দেখছেন, এগুলো নতুন ইংরেজি বছরের উপহার হিসেবে বানিয়েছেন আলোকচিত্রী নানাআকুয়ার বৃদ্ধ দাদি। তাঁর বয়স ৯২ বছর। বহু বছর ধরে তিনি তৈরি করছেন এই সুদৃশ্য তিমারীর বল। এখন তাঁর সংগ্রহে আছে প্রায় ৫০০টির মতো বল। নকশা করা এসব বল তৈরি করতে প্রয়োজন প্রচণ্ড ধৈর্য, সূক্ষ্ম দৃষ্টিশক্তি এবং নিপুণ দক্ষতা।
 মো. সাইফুল্লাহ
সূত্র: বোরডপান্ডা