বাবার প্রিয় স্টিফেন হকিং, মেয়ের পছন্দ বাবা

>
মোহাম্মদ আখতার হোছাইনের সঙ্গে মেয়ে। ছবি: সুমন ইউসুফ
মোহাম্মদ আখতার হোছাইনের সঙ্গে মেয়ে। ছবি: সুমন ইউসুফ

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জিনবিজ্ঞানী মোহাম্মদ আখতার হোছাইন। তিনি প্রধান গবেষক হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ার ইনসুলিন পেপটাইড ল্যাবরেটরিতে। মেয়ে আফরাজ তাহছিন অস্ট্রেলিয়ার মেলবোর্নের ম্যাকরবার্টসন গার্লস হাইস্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। আজ দুই প্রজন্মে থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা

১. প্রিয় শিল্পী?
মোহাম্মদ আখতার হোছাইন: সুবীর নন্দী, শাহনাজ রহমতুল্লাহ।
মেয়ে: ডুয়া লিপা, সেলেনা গোমেজ।
২. প্রিয় সিনেমা?
মোহাম্মাদ আখতার হোছাইন: আগুনের পরশমণি, শঙ্খনীল কারাগার ও ডাই হার্ড।
মেয়ে: ডাই হার্ড, হ্যারি পটার।
৩. কার অভিনয় ভালো লাগে?
মোহাম্মাদ আখতার হোছাইন: সুবর্ণা মুস্তাফা, মৌসুমী ও হুমায়ুন ফরীদি।
মেয়ে: এমা ওয়াটসন।
৪. কোন খেলা ভালো লাগে?
মোহাম্মাদ আখতার হোছাইন: ক্রিকেট।
মেয়ে: ব্যাডমিন্টন।
৫. প্রিয় খেলোয়াড়?
মোহাম্মাদ আখতার হোছাইন: সাকিব আল হাসান, স্টিভেন স্মিথ। ‎
মেয়ে: সাকিব আল হাসান।
৬. কোন লেখকের লেখা ভালো লাগে?
মোহাম্মাদ আখতার হোছাইন: আমরা তো হুমায়ূন আহমেদের প্রজন্ম। তাঁর সব বই আমার পড়া আছে। মুহাম্মদ জাফর ইকবাল ও সমরেশ মজুমদারের লেখা ভালো লাগে।
মেয়ে: মরিস গ্লিটজম্যান।
৭. প্রিয় বিজ্ঞানী?
মোহাম্মাদ আখতার হোছাইন: স্টিফেন হকিং, মাকসুদুল আলম, শাহ ফারুক, জেবা ইসলাম সিরাজ ও হাসিনা খান।
মেয়ে: আমার বাবা।
৮. পরস্পর ভালো ও মন্দ লাগার দিক?
মোহাম্মাদ আখতার হোছাইন: আমার মেয়ে খুব সহজ-সরল এবং খুব লক্ষ্মী। বিদেশে থেকেও খুব ভালো বাংলা বলে। কিন্তু কথা অনেক কম বলে।
মেয়ে: বাবা আমাকে খুব আদর করে। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাই, এটা বাবা পছন্দ করে না।
৯. প্রিয় খাবার
মোহাম্মাদ আখতার হোছাইন: গরুর মাংস।
মেয়ে: আইসক্রিম।
১০. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
মোহাম্মাদ আখতার হোছাইন: শার্ট-প্যান্ট।
মেয়ে: পরিবেশের ওপর নির্ভর করে। যখন যে পোশাক দরকার সে পোশাকেই ভালো লাগে।
১১. প্রিয় গান?
মোহাম্মাদ আখতার হোছাইন: ‘তুমি রবে নীরবে’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’ এ গান দুটো আমার খুব ভালো লাগে। রবীন্দ্রসংগীতও পছন্দ।
মেয়ে: ডুয়া লিপার নিউ রুলস।
সাক্ষাৎকার: তারিকুর রহমান খান