ব্লেজারে ওম

সব ধরনের পোশাকের সঙ্গে ব্লেজার পরার চল শুরু হয়েছে। মডেল: রিবা, পোশাক: একস্ট্যাসি, স্থান: ফোর পয়েন্টস বাই শেরাটন, ছবি: কবির হোসেন
সব ধরনের পোশাকের সঙ্গে ব্লেজার পরার চল শুরু হয়েছে। মডেল: রিবা, পোশাক: একস্ট্যাসি, স্থান: ফোর পয়েন্টস বাই শেরাটন, ছবি: কবির হোসেন

শীতের প্রকোপ একটু হয়তো কমেছে এখন। তবে ঠান্ডা হাওয়ার তো বয়েই যাচ্ছে। তাই এই সময় সহজেই স্বাচ্ছন্দ্য দেবে এমন পোশাক বেছে নেওয়া ভালো। আরামদায়ক, স্টাইলিশ, অভিজাত পোশাক হিসেবে এই সময় ব্লেজার বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

আগে তো আনুষ্ঠানিক (ফরমাল) পোশাক হিসেবেই ছিল ব্লেজারের জনপ্রিয়তা। তবে এখন সেই ধারা পাল্টেছে। শুধু ছেলেরা নয়, মেয়েরাও এখন পরছে ব্লেজার। অনুষ্ঠানেই কেবল নয়, নিত্যদিনের পোশাক হিসেবেই তাদের সঙ্গী হচ্ছে ব্লেজার। বিষয়টি ভেবেই এখন ব্লেজারের রং এবং কাটে পরিবর্তন নিয়ে আসছে ফ্যাশন হাউসগুলো।

চেক নকশাও চলছে ব্লেজারে। পোশাক: রে-লু-সে
চেক নকশাও চলছে ব্লেজারে। পোশাক: রে-লু-সে

এক্সট্যাসির চেয়ারম্যান এবং হেড অব ডিজাইন আসমা সুলতানা বলছিলেন, এই চিত্রটা বদলেছে গত তিন-চার বছরে। তখন কিছু করপোরেট অফিসেই মেয়েদের ব্লেজার পরতে দেখা যেত। এখনকার মেয়েরা ফ্যাশনের ব্যাপারে অনেক বেশি সচেতন। কোনো না কোনো কাজে প্রতিদিনই তাঁদের ঘরের বাইরে বের হতে হয়। শীত তাড়াবে পাশাপাশি স্টাইল হবে এমন পোশাকই তাঁরা বেছে নেন। ব্লেজারের সঙ্গে জিনস বেশি মানায় বলে যে ধারণার চল ছিল, সেটাও ভাঙছেন ফ্যাশন–সচেতন তরুণীরা। স্কার্ট, গাউন এমনকি কামিজের সঙ্গেও তাঁরা গায়ে জড়িয়ে নিচ্ছেন ব্লেজার।

এই সময়ে দেশের প্রায় সব ফ্যাশন হাউসেই ব্লেজারের সংগ্রহ দেখা যায়। ব্লেজারের কাপড় হিসেবে উলে বোনা, ভিসকস এবং সুতির ব্যবহার করা হয়েছে। ভেতরের দিকে ধাপে ধাপে নাইলন কাপড়ের ব্যবহার শীত তাড়াতে বেশ কার্যকর।

শুধু শীত নয়, অন্য সময়েও পরা যায় এমন ব্লেজার। পোশাক: রেড অরিজিন
শুধু শীত নয়, অন্য সময়েও পরা যায় এমন ব্লেজার। পোশাক: রেড অরিজিন

নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে ব্লেজারের কাটেও। এ প্রসঙ্গে আসমা সুলতানা বলছিলেন, পোশাকের নকশা যাতে একঘেয়ে না হয়ে যায়, এ জন্য ব্লেজারে নতুন কাটছাঁট দেওয়া হচ্ছে। এখন একটু খাটো ঝুলের বডি ফিটেড ব্লেজারই বেশি চলছে। ওপরে গোল গলা আর নিচে জ্যাকেট কাটে ফ্রিলের ব্যবহার এনেছে নতুনত্ব। আবার ব্লেজার বডি ফিটেড রেখে নিচে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে। গোলাকার, এক, দুই ও তিন বোতাম ব্লেজারে এগুলোর ব্যবহারে আনা হচ্ছে ভিন্নতা।

এ ছাড়া জ্যাকেট আর ব্লেজারের মিশেলে তৈরি নতুন ধরনের ব্লেজার জ্যাকেট এখন তরুণীরা বেশ পছন্দ করছেন বলে জানালেন ফ্যাশন হাউস সেইলরের ব্র্যান্ড প্রধান রেজাউল কবীর।

শুধু শীত নয়, অন্য সময়েও পরা যায় এমন ব্লেজার। পোশাক: রেড অরিজিন
শুধু শীত নয়, অন্য সময়েও পরা যায় এমন ব্লেজার। পোশাক: রেড অরিজিন

কোনো কোনো ব্লেজারের কাটে শুধু গলা এবং হাতার ডিজাইনের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার রুমায়লা সিদ্দিকী বলছিলেন, কোনো কোনো ব্লেজারের গলা থাকছে কলার ধাঁচের। এর সঙ্গে ভি, বোট নেক এবং গোল গলা তো রয়েছেই। হাতার ফ্যাশনে সার্কুলার ফ্লন, বেল স্লিভ, ভলিউম কাট প্রাধান্য পাচ্ছে। একরঙা কাপড়ের ব্লেজারের পাশাপাশি চেক কাপড়ের ব্লেজার এখন বেশ চলছে। এ ছাড়া পাইপিং, প্যাচওয়ার্ক, এমব্রয়ডারি, ফুলেল নকশা, কাটওয়ার্কসহ নানা কিছুর ব্যবহারে ব্লেজার আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে।

শীতের সময় যাঁদের প্রতিদিন বাইরে যেতে হয় তাঁদের কাছে পোশাক হিসেবে ব্লেজার বেশ আরামদায়ক। ডিজাইনাররা বলছিলেন, কিছু কিছু ব্লেজার তৈরিতে এমন কাপড়ের ব্যবহার করা হচ্ছে, যা শুধু শীতই নয়, একই সঙ্গে গরমের সময়ও পরা যাবে অনায়াসেই।

ব্লেজারের হাতার ডিজাইনেও আসছে নতুনত্ব  পোশাক: সেইলর
ব্লেজারের হাতার ডিজাইনেও আসছে নতুনত্ব পোশাক: সেইলর

কোথায় পাবেন

ফ্যাশন হাউস ওটু, লা রিভ, সেইলর, রেড অরিজিন, রেলুসে, এক্সট্যাসিসহ প্রায় সব দোকানেই মেয়েদের ব্লেজার পাওয়া যাচ্ছে। এ ছাড়া ঢাকা কলেজের উল্টো দিকে বদরুদ্দোজা সুপার মার্কেটে আপনার সাধ্যের মধ্যেই পছন্দের ব্লেজারটি কিনতে পারবেন।