রকিবুল হাসানের প্রিয় ম্যারাডোনা, ছেলের পেলে

ছেলের সঙ্গে রকিবুল হাসান। ছবি: সুমন ইউসুফ
ছেলের সঙ্গে রকিবুল হাসান। ছবি: সুমন ইউসুফ

রকিবুল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এখনো জড়িয়ে আছেন ক্রিকেটের সঙ্গে। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালন করেন ম্যাচ রেফারি হিসেবে। তাঁর ছোট ছেলে রাজিব হাসান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক। আজ দুই প্রজন্মে থাকছে বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের খাবার ভালো লাগে?
রকিবুল হাসান: খিচুড়ি, ভুনা মাংস।
ছেলে: সাদা পোলাও, মুরগির মাংস।

২. প্রিয় খেলা ও খেলোয়াড়?
রকিবুল: ক্রিকেট ও আমিনুল ইসলাম বুলবুল।
ছেলে: ক্রিকেট ও বাবা রকিবুল হাসান।

৩. ক্রিকেটের বাইরে প্রিয় খেলা?
রকিবুল: ফুটবল।
ছেলে: ফুটবল ।

৪. অন্য খেলার প্রিয় খেলোয়াড়?
রকিবুল: বাংলাদেশে সালাউদ্দিন, দেশের বাইরে ডিয়েগো ম্যারাডোনা।
ছেলে: পেলে।

৫. অবসরে কী করতে ভালো লাগে?
রকিবুল: আড্ডা দিতে ও গান শুনতে।
ছেলে: ঘোরাঘুরি করতে।

৬. টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন?
রকিবুল: বিনোদনধর্মী যেকোনো অনুষ্ঠান, হাসির অনুষ্ঠানও ভালো লাগে। ক্রিকেট ম্যাচ হলে তো কথায়ই নেই!
ছেলে: খেলাধুলাবিষয়ক অনুষ্ঠান।

৭. প্রিয় সংগীতশিল্পী?
রকিবুল: রেজওয়ানা চৌধুরী বন্যা, আবদুল জব্বার।
ছেলে: অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল।

৮. প্রিয় সিনেমা?
রকিবুল: উত্তম-সূচিত্রার সব সিনেমা আর নাসির উদ্দীন ইউসুফের গেরিলা।
ছেলে: ট্রয়, থ্রি ইডিয়টস।

৯. পছন্দের রং?

রকিবুল: লাল।
ছেলে: নীল।

১০. পছন্দের পোশাক কী?
রকিবুল: টি-শার্ট ও জিনস কিংবা মিলিয়ে ট্রাউজার।
ছেলে: জিনস ও টি-শার্ট।

১১. পরস্পরের যা ভালো ও খারাপ লাগে?
রকিবুল: সে ভীষণ গোছাল। যে কাজ করে মনোযোগ দিয়ে করে। বুদ্ধিমান ছেলে। খারাপ লাগার মধ্যে অল্পেই রেগে যায়।
ছেলে: অনেক বড় হৃদয়ের মানুষ, ভীষণ স্পষ্টভাষী লোক, সংকটময় মুহূর্তে সবচেয়ে ভরসা। খারাপ লাগার মধ্যে অল্পেই রেগে যায়।

১২. ইন্টারনেট সাধারণত কী করা হয়?
রকিবুল: ই-মেইল আদান-প্রদান, ফেসবুকে ঢুঁ মারা হয়।
ছেলে: অফিসের কাজেই বেশি ব্যবহার করা হয়। ইউটিউবে গান শোনা হয়।

১৩. কোথায় ঘুরতে ভালো লাগে?
রকিবুল: দেশের ভেতরই বেশি ভালো লাগে। চট্টগ্রাম অঞ্চল বেশি ভালো লাগলে। পাহাড়-সমুদ্র ভালো লাগে। গ্রাম খুব টানে। প্রকৃতির কাছে যেতে ভালো লাগে।
ছেলে: পাহাড়ে।

১৪. প্রিয় লেখক?
রকিবুল: হুমায়ূন আহমেদ।
ছেলে: হুমায়ূন আহমেদ।

সাক্ষাৎকার: রানা আব্বাস