বাবার প্রিয় লেখক সুকুমার রায়, ছেলের জাহানারা ইমাম

লেখক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সুমন রহমান। তাঁর বড় ছেলে তুরীয় ফাইয়াদ রহমান, পড়ছে আনন্দ নিকেতনে নবম শ্রেণিতে। এই দুই প্রজন্মের পছন্দ–অপছন্দের কথা থাকছে আজ

ছেলের সঙ্গে সুমন রহমান, ছবি: কবির হোসেন
ছেলের সঙ্গে সুমন রহমান, ছবি: কবির হোসেন


১. কোন ধরনের খাবার ভালো লাগে?
সুমন রহমান: ছোট মাছ।
ছেলে: মুরগি ভাজা, আলু ভাজা।

২. প্রিয় রং...
সুমন রহমান: পার্পল।
ছেলে: লাল।

৩. যে জায়গায় বারবার বেড়াতে যেতে চাই...
সুমন রহমান: ভৈরবের ঋষিপট্টির শেষ মাথা, যেখানে মেঘনা ও ব্রহ্মপুত্র একাকার হয়ে গেছে।
ছেলে: সিঙ্গাপুর।

৪. প্রিয় লেখক কে?
সুমন রহমান: সুকুমার রায়।
ছেলে: জাহানারা ইমাম।

৫. নিজেকে বদলে দিয়েছে যে বই...
সুমন রহমান: সুকুমার রায়ের হ য ব র ল।
ছেলে: জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। 

৬. যে সিনেমা মুগ্ধ করে বারবার...
সুমন রহমান: আ সেপারেশন।
ছেলে: কুংফু পান্ডা।

৭. কণ্ঠ যাঁর সুরে ভরা...
সুমন রহমান: লেনার্ড কোহেন।
ছেলে: লুই ফনসি।

৮. পরস্পরের কোন বিষয়টি সবচেয়ে ভালো লাগে?
সুমন রহমান: খুব বন্ধুপ্রবণ, যদিও খুব বেশি বন্ধু নেই ওর।
ছেলে: বাবার বোলিং, সহজে ছক্কা মারা যায়।

৯. পরস্পরের যে দিকটি বদলালে খুশি হবেন...
সুমন রহমান: আরও একটু কম ভূতের ভয় পাওয়া।
ছেলে: নাক ডাকা।


সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ