বাবা-মেয়ে দুজনেরই প্রিয় রবীন্দ্রনাথ

>আজহারুল হক আজাদ। ফ্যাশন হাউস ‘সাদাকালো’র অন্যতম উদ্যোক্তা ও এফইএবির সভাপতি। তাঁর মেয়ে মধুরা কিঙ্কিণি। ভিকারুননিসা নূন স্কুলে নবম শ্রেণিতে পড়ছে। আজ দুই প্রজন্মে থাকছে বাবা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
মেয়ের সঙ্গে আজহারুল হক
মেয়ের সঙ্গে আজহারুল হক

. যে ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য...

আজহারুল আজাদ: সাদা বা কালো রঙের পাঞ্জাবি।

মেয়ে: ফতুয়া ও জিন্‌স।

 . প্রিয় ফ্যাশন ডিজাইনার কে?

আজহারুল আজাদ: বিবি রাসেল।

মেয়ে: তাহসীনা শাহীন।

 . ঘুম থেকেই উঠেই প্রথমে যে কাজটা করি...

আজহারুল আজাদ: গান শুনি।

মেয়ে: স্কুলের জন্য তৈরি হই।

 . কাদের গান ভালো লাগে?

আজহারুল আজাদ: মিতা হক, গানের দল জলের গান আর কলকাতার দোহারের গান ভালো লাগে।

মেয়ে: মিতা হক, জয়িতা ও হৃদয় খান।

 . প্রিয় খাবার...

আজহারুল আজাদ: ভাত আর ছোট মাছ।

মেয়ে: পিৎজা।

 . অবসর কাটে কীভাবে?

আজহারুল আজাদ: আড্ডা দিয়ে।

মেয়ে: বই পড়ে আর গিটার বাজিয়ে।

 . প্রিয় লেখক কারা?

আজহারুল আজাদ: রবীন্দ্রনাথ ঠাকুর।

মেয়ে: রবীন্দ্রনাথ ঠাকুর আর মুহম্মদ জাফর ইকবাল।

 . পত্রিকায় খুলেই যে খবর পড়ি...

আজহারুল আজাদ: রাজনৈতিক খবর।

মেয়ে: খেলাধুলার খবর।

 . একে অপরের যে দিকটি খুব পছন্দ করি

আজহারুল আজাদ: মধুরা সবকিছুই স্বাভাবিকভাবে নিতে জানে। ওর এই দিকটি আমার পছন্দ।

মেয়ে: বাবা কখনোই কোনো সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দেন না। সবকিছুতেই আমার মতামতকে প্রাধান্য দেন। যে দিকটি আমার পছন্দ।

সাক্ষাৎকার: বিপাশা রায়, ছবি: শুভ্র কান্তি দাশ