তিসা দেওয়ানের প্রিয় শিল্পী তাহসান, মায়ের রুনা লায়লা

>
মা নিরুপা দেওয়ানের সঙ্গে তিসা দেওয়ান
মা নিরুপা দেওয়ানের সঙ্গে তিসা দেওয়ান

তিসা দেওয়ান। সম্প্রতি ফেসবুকে তার গাওয়া একটি গান ভাইরাল হয়। এরপর তিসা গায় তাহসানের ‘আলো আলো...’ গানটি। এই গানের ভিডিও তাহসান তাঁর ফেসবুক পেজে শেয়ার করলে সেটিও ভাইরাল হয়। এরপর মুঠোফোন সংযোগদাতা একটি প্রতিষ্ঠান তাহসান ও তিসাকে নিয়ে বিজ্ঞাপনচিত্র তৈরি করে। তিসা দেওয়ান এখন রাঙামাটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ছে। তার মা নিরুপা দেওয়ান গৃহিণী। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

. কোন ধরনের খাবার ভালো লাগে?

তিসা: পাহাড়ি খাবার ও নুডলস।

মা: শাকসবজি।

. ঘুরে বেড়ানোর প্রিয় জায়গা?

তিসা: নতুন যেকোনো জায়গা।

মা: নতুন জায়গা।

. প্রিয় খেলা কোনটি?

তিসা: ফুটবল ও ব্যাডমিন্টন।

মা: লুডু।

. অবসরে কী করতে ভালো লাগে?

তিসা: গান গাইতে ও ঘুরতে।

মা: টিভি দেখতে।

. প্রিয় সংগীত শিল্পী কে?

তিসা: সাবিনা ইয়াসমীন ও তাহসান।

মা: রুনা লায়লা।

. যাঁদের অভিনয় ভালো লাগে...

তিসা: সাফা কবির ও সিয়াম আহমেদ

মা: দিলদার।

. টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন?

তিসা: গানের অনুষ্ঠান।

মা: ধারাবাহিক ও এক পর্বের নাটক।

. প্রিয় সিনেমা?

তিসা: ছুঁয়েদিলেমন

মা: চাচ্চু

. পছন্দের পোশাক?

তিসা: জিনস ও টপ।

মা: পিনোন ও হাদি (পাহাড়ি পোশাক)।

১০. প্রিয় রং?

তিসা: সাদা ও গোলাপি।

মা: লাল ও সবুজ।

১১. ভবিষ্যতে কী করার ইচ্ছা আছে?

তিসা: এইচএসসি পাস করে সংগীত নিয়ে পড়াশোনা করা।

মা: সংগীত নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে।

১২. প্রিয় ব্যক্তিত্ব কে?

তিসা: চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়।

মা: রাজা দেবাশীষ রায়।

১৩. পরস্পরের যা ভালো লাগে...

তিসা: মা খুব ভালো রান্না করেন এবং পরিষ্কার-পরিছন্ন থাকেন, এটা ভালো লাগে। আমাদের সব চাওয়া-পাওয়ার গুরুত্ব দেন।

মা: আমার মেয়ে গানও করে আবার নিয়মিত কলেজেও যায়, এটা ভালো লাগে।

সাক্ষাৎকার: সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি)

ছবি: সুপ্রিয় চাকমা