নিজে বানাই শহীদ মিনার

শোলার শহীদ মিনার। তোরসা, পদ্মহেম পাবন ও সায়ানকে এই শহীদ মিনার বানাাোনা শেখাচ্ছেন জলপুতুলের সদস্য কথা (মাঝে)। ছবি: কবির হোসেন
শোলার শহীদ মিনার। তোরসা, পদ্মহেম পাবন ও সায়ানকে এই শহীদ মিনার বানাাোনা শেখাচ্ছেন জলপুতুলের সদস্য কথা (মাঝে)। ছবি: কবির হোসেন

শোলা, কাগজ ইত্যাদি দিয়ে নানান কিছু বানানো যায়। এতে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটে। কাল একুশে ফেব্রুয়ারি, আপনার শিশুসন্তান যদি নিজেই একটি শহীদ মিনার বানিয়ে ফেলে, তবে সেটির মাধ্যমে সে মহান ভাষা আন্দোলন সম্পর্কে আগ্রহীও হয়ে উঠবে।

শোলা দিয়ে সহজেই বানানো যায় শহীদ মিনারের প্রতিলিপি। ধাপে ধাপে কর্কশিটের শহীদ মিনার তৈরির নিয়ম দেখিয়েছেন জলপুতুল পাপেট স্টুডিওর শিল্পীরা।

 উপকরণ

শোলা, কাঠি (শাশলিকের কাঠি হলে ভালো),  আঠা,  কাঁচি, তুলি, লাল রং

১ সাদা রঙের শোলায় স্কেল দিয়ে মেপে পেনসিলে দাগ কেটে নিতে হবে। এরপর কাটতে হবে

২ কেটে রাখা শোলা আঠা দিয়ে জোড়া লাগান

৩ এমন চারকোনা ফ্রেম তৈরি করে িনন

৪ চারকোনা করে কাটা শোলার মধ্যে কাঠি দিয়ে জানালার মতো বানাতে হবে

৫ আলাদাভাবে কেটে রাখা বৃত্তটিতে লাল রং লাগিয়ে নিন

৬ এবার চিত্রের মতো করে ফ্রেম দুটো জোড়া লাগান

আলাদা আলাদা তৈরি করা অংশগুলো বড় আকারের একটি চারকোনা শোলার ওপর আটকে দিলেই তৈরি হয়ে যাবে শহীদ মিনার

গ্রন্থনা: তারিকুর রহমান খান