নানা রূপে শ্রীদেবী

দেশীয় পোশাকেও তিনি ছিলেন লাস্যময়ী। সব্যসাচী, মনীশ মালহোত্রা শাড়িতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ইন্টারনেটে ছয় ঘণ্টা সময় কাটিয়ে অন্তত তা-ই মনে হলো। মসলিন, জর্জেট, সিল্ক, বেনারসি—সব ধরনের শাড়িই পরতেন তিনি।
স্বামী বনি কাপুরের বোনের ছেলে মোহিত মারওয়ার বিয়ে উপলক্ষে দুবাইতে ছিলেন শ্রীদেবী। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২৫ ফেব্রুয়ারি মারা যান সেখানে। বিয়ের অনুষ্ঠানগুলোয় পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা পোশাক। ইনস্টাগ্রামে সেসব পোশাকের ছবি দিয়েছেন মনীশ মালহোত্রা। বিয়ের শেষ দিনে তিনি পরেছিলেন সবুজ রঙের ভারী কাজ করা লেহেঙ্গা। সাদা লেহেঙ্গাটিও ছিল বেশ নজরকাড়া। সাদা সুতি কাপড়ে সোনালি রঙের জরি, সাদা সুতার কাজ স্নিগ্ধতা ছড়িয়েছিল।ছবি: সংগৃহীত
স্বামী বনি কাপুরের বোনের ছেলে মোহিত মারওয়ার বিয়ে উপলক্ষে দুবাইতে ছিলেন শ্রীদেবী। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২৫ ফেব্রুয়ারি মারা যান সেখানে। বিয়ের অনুষ্ঠানগুলোয় পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা পোশাক। ইনস্টাগ্রামে সেসব পোশাকের ছবি দিয়েছেন মনীশ মালহোত্রা। বিয়ের শেষ দিনে তিনি পরেছিলেন সবুজ রঙের ভারী কাজ করা লেহেঙ্গা। সাদা লেহেঙ্গাটিও ছিল বেশ নজরকাড়া। সাদা সুতি কাপড়ে সোনালি রঙের জরি, সাদা সুতার কাজ স্নিগ্ধতা ছড়িয়েছিল।ছবি: সংগৃহীত
মনীশ মালহোত্রার নকশা করা সোনালিরঙা গাউন ছবি: সংগৃহীত
মনীশ মালহোত্রার নকশা করা সোনালিরঙা গাউন ছবি: সংগৃহীত
দুবাই যাওয়ার সময় ১৮ ফেব্রুয়ারি ক্যামেরাবন্দী হন মেয়ে খুশি কাপুর ও স্বামী বনি কাপুরের সঙ্গে। আরামদায়ক ট্র্যাকস্যুটেও তিনি ছিলেন স্টাইলিস্ট ও নজরকাড়া।ছবি: সংগৃহীত
দুবাই যাওয়ার সময় ১৮ ফেব্রুয়ারি ক্যামেরাবন্দী হন মেয়ে খুশি কাপুর ও স্বামী বনি কাপুরের সঙ্গে। আরামদায়ক ট্র্যাকস্যুটেও তিনি ছিলেন স্টাইলিস্ট ও নজরকাড়া।ছবি: সংগৃহীত
পাশ্চাত্য পোশাকের মধ্যে সব ধরনের পোশাকেই তিনি ছিলেন স্বাচ্ছন্দ্য। জাম্পস্যুট, প্যান্ট, টপ, ড্রেস, স্কার্ট—সব ধরনের পোশাকেই তিনি ট্রেন্ডসেট করেছেন। কখনো প্রবাল গুরুঙের র‍্যাপ ড্রেসে, শেইন অ্যান্ড পিককের জাম্পস্যুট অথবা কখনো পরেছেন মনীশ মালহোত্রার সোনালি রঙের ব্লেজার ও প্যান্ট। গাউনেও কিন্তু চোখ ধাঁধিয়ে দিতেন। ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০১৭ অনুষ্ঠানে জিয়াদ নাকাদের গাউনে অনেক তরুণ ট্রেন্ডসেটারকে পেছনে ফেলে দিয়েছিলেন। তবে মনীশ মালহোত্রা যে তাঁর অন্যতম পছন্দের ডিজাইনার ছিলেন, সেটা বেশ পরিষ্কার। ভোগ, এলে, হাই ব্লিটজ, ফিল্ম ফেয়ার বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটগুলো দেখে একটি কথাই মনে হতো— চিরসবুজ নায়িকা।  ছবি: সংগৃহীত
পাশ্চাত্য পোশাকের মধ্যে সব ধরনের পোশাকেই তিনি ছিলেন স্বাচ্ছন্দ্য। জাম্পস্যুট, প্যান্ট, টপ, ড্রেস, স্কার্ট—সব ধরনের পোশাকেই তিনি ট্রেন্ডসেট করেছেন। কখনো প্রবাল গুরুঙের র‍্যাপ ড্রেসে, শেইন অ্যান্ড পিককের জাম্পস্যুট অথবা কখনো পরেছেন মনীশ মালহোত্রার সোনালি রঙের ব্লেজার ও প্যান্ট। গাউনেও কিন্তু চোখ ধাঁধিয়ে দিতেন। ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০১৭ অনুষ্ঠানে জিয়াদ নাকাদের গাউনে অনেক তরুণ ট্রেন্ডসেটারকে পেছনে ফেলে দিয়েছিলেন। তবে মনীশ মালহোত্রা যে তাঁর অন্যতম পছন্দের ডিজাইনার ছিলেন, সেটা বেশ পরিষ্কার। ভোগ, এলে, হাই ব্লিটজ, ফিল্ম ফেয়ার বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটগুলো দেখে একটি কথাই মনে হতো— চিরসবুজ নায়িকা। ছবি: সংগৃহীত