দেশে-বিদেশে ফ্যাশন শো


বৈশাখের পোশাক–সংগ্রহ
২৩ মার্চ রাজধানীর খিলগাঁওয়ে পল্লীমা সংসদের উল্টো দিকে চালু হলো ফ্যাশন হাউস সেইলরের নতুন শাখা। এ উপলক্ষে একটি ফ্যাশন শোর আয়োজনও করা হয়। এতে মূলত বৈশাখের পোশাক তুলে ধরা হয়। সেইলরের নতুন পোশাকে ঐতিহ্যবাহী ধারার সঙ্গে পাশ্চাত্য ধারার মিশেল ঘটানো হয়েছে।

সেইলরের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির জানান, সমকালীন ফ্যাশনধারা ধরেই এবার প্যাটার্ন ও ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মারিয়া নূর। ফ্যাশন কিউ, ফটোশুট ও সেইলরের পণ্য নিয়ে বিস্তারিত জানান মডেল জান্নাতুল পিয়া।


কাঠমান্ডুতে খাদির পোশাক
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৬ থেকে ১৮ মার্চ হয়ে গেল ষষ্ঠ সার্ক বিজনেস লিডার কনক্লেভ। নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ ওলি এর উদ্বোধন করেন। সার্ক চেম্বারের এই আয়োজনে ১৭ মার্চ একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। এই শোতে ফ্যাশন হাউস বিবিয়ানার লিপি খন্দকার তাঁর নকশা করা পোশাক তুলে ধরেন। খাদি কাপড়ের পোশাকে ছিল রিকশার নানা মোটিফ। শোতে অংশ নেন মডেল মারিয়া, মিয়ামসহ অনেকে। সাজের দায়িত্বে ছিলেন ডিভাইন বিউটি লাউঞ্জের বাপন রহমান, সংগীতা খান এবং হেয়ার স্টাইলিস্ট ইমাম হাসান।