ট্রাভেল ব্লগ নিয়ে হ্যাকাথন হবে

‘লিখবো আমি ঘুরবে সবাই’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত।
‘লিখবো আমি ঘুরবে সবাই’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত।

দেশের পর্যটনশিল্পের প্রসারে শিগগিরই ট্রাভেল ব্লগ লেখার প্রতিযোগিতা ‘আন্তর্জাতিক ট্রাভেল ব্লগ হ্যাকাথন’ আয়োজন করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির এ কথা জানান। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ঘুরবো ডটকমের আয়োজন ‘লিখবো আমি ঘুরবে সবাই’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন বিপিসির চেয়ারম্যান। গত রোববার সন্ধ্যায় গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ফাতেমা জান্নাত। দ্বিতীয় হয়েছেন আজিজুল হক, তৃতীয় রাফিউন নবী। এ ছাড়া ইয়াসমিন হোসাইন, ফাহমিদুল হান্নান, হিটলার এ হালিম, সুমন্ত গুপ্ত ও আশিকুর রহমান যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পুরস্কার বিজয়ী হন।
ঘুরবো ডটকমের ভারপ্রাপ্ত ম্যানেজার মেহেদী হাসান বলেন, পর্যটনশিল্প বিকাশের জন্য কাজ করছে ঘুরবো। তার অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ভ্রমণবিষয়ক লেখালেখিতে উৎসাহ প্রদান করতে এ আয়োজন। বিজ্ঞপ্তি।