শামসুন্নাহার নাহিদের পছন্দ দুধ-ভাত, ছেলের পছন্দ মাছ-ভাত

ছেলের সঙ্গে শামসুন্নাহার নাহিদ। ছবি: শুভ্র কান্তি দাশ
ছেলের সঙ্গে শামসুন্নাহার নাহিদ। ছবি: শুভ্র কান্তি দাশ

বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ। তাঁর ছেলে আনিদ হাসান, ঢাকার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় খাবার?

শামসুন্নাহার নাহিদ: দুধ, দুধ–ভাত ও ডিম।

ছেলে: মাছ-ভাত, ডাল ও ডিম।

২. ঘরের খাবার ভালো লাগে নাকি রেস্তোরাঁর খাবার?

শামসুন্নাহার নাহিদ: অবশ্যই ঘরের খাবার।

ছেলে: ঘরে তৈরি করা খাবার ভালো লাগে।

৩. প্রিয় সিনেমা?

শামসুন্নাহার নাহিদ: পুরোনো দিনের সিনেমা আমার খুব ভালো লাগে। এর মধ্যে সাগরিকা অন্যতম।

ছেলে: আমি ইংরেজি সিনেমা দেখতে ভালোবাসি। বিশেষ করে টার্মিনেটর সিরিজের সিনেমাগুলো খুবই ভালো লাগে।

৪. প্রিয় অভিনেতা?

শামসুন্নাহার নাহিদ: উত্তম কুমার, সুচিত্রা সেন।

ছেলে: আর্নল্ড শোয়ার্জেনেগার।

৫. কোথায় ঘুরতে ভালো লাগে?

শামসুন্নাহার নাহিদ: অবশ্যই গ্রামে। বিশাল বিল, গাছপালাঘেরা বাড়ি।

ছেলে: আমারও গ্রাম পছন্দ। সমুদ্র, নদী ও পাহাড় ভালো লাগে।

৬. প্রিয় লেখক?

শামসুন্নাহার নাহিদ: সমরেশ বসু, সমরেশ মজুমদার ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

ছেলে: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও মুহম্মদ জাফর ইকবাল।

৭. প্রিয় খেলা?

শামসুন্নাহার নাহিদ: আমি নিজেই একসময় খেলোয়াড় ছিলাম। আমি মাঠের মেয়ে। তাই আমার প্রায় সব খেলাই ভালো লাগে। দেখতে ভালো লাগে ক্রিকেট।

ছেলে: ক্রিকেট। আমি সব খেলাই দেখতে পছন্দ করি।

৮. প্রিয় খেলোয়াড়?

শামসুন্নাহার নাহিদ: টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিস ও ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

ছেলে: ফুটবলার রোনালদিনহো।

৯. পরস্পরের যা ভালো ও খারাপ লাগে?

শামসুন্নাহার নাহিদ: নিজের তাগিদে নিজেই সুন্দরভাবে কাজগুলো করে। ওর নিজস্বতায় আমি কখনো হস্তক্ষেপ করি না। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী। এটা মাঝে মাঝে ওর জন্য ক্ষতির কারণ হয়। অলসও।

ছেলে: আমাকে খুব ভালো সমর্থন ও স্বাধীনতা দেয়। মা মাঝে মাঝে বিনা কারণে বকা দেয়।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান