শাড়িতে বৈশাখ

সুতি শাড়িতে জমে ওঠে বৈশাখি সাজ। মডেল: দোয়েল ও শবনম ফারিয়া, শাড়ি: দেশাল ও অরণ্য, গয়না: কালারস অব কাঠমান্ডু ও চারু, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন
সুতি শাড়িতে জমে ওঠে বৈশাখি সাজ। মডেল: দোয়েল ও শবনম ফারিয়া, শাড়ি: দেশাল ও অরণ্য, গয়না: কালারস অব কাঠমান্ডু ও চারু, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন

শাড়ির সঙ্গে বৈশাখের যেন সই পাতানো সম্পর্ক। যে মেয়েটি সারা বছর হয়তো ছুঁয়েও দেখে না শাড়ি, দেখা যায়, পয়লা বৈশাখে তার কেনাকাটার তালিকায় প্রথমেই থাকে শাড়ির নাম। আর শাড়ির উপাদান, সে তো সুতি হতেই হবে।

বৈশাখ মানে লালপেড়ে সাদা গরদের শাড়ি, সেই ধারায় বদল এসেছে। অন্য উজ্জ্বল রং বৈশাখের পোশাকে দেখা গেলেও লাল-সাদার কদর বৈশাখে এখনো বেশি। আর সুতি শাড়ি সবচেয়ে জনপ্রিয় বৈশাখের উৎসবে।

সাদা খাদির জমিনে সাদা সুতার কাজ। নাকে মুক্তার নথ, গলায় কালো সুতার মালা—ব্যস, এইটুকু গয়নাই যথেষ্ট। মাথায় বাঁধা গামছার স্কার্ফ আর ব্লাউজ বৈশাখী সাজে আনবে ভিন্ন মাত্রা। শাড়ি: অরণ্য
সাদা খাদির জমিনে সাদা সুতার কাজ। নাকে মুক্তার নথ, গলায় কালো সুতার মালা—ব্যস, এইটুকু গয়নাই যথেষ্ট। মাথায় বাঁধা গামছার স্কার্ফ আর ব্লাউজ বৈশাখী সাজে আনবে ভিন্ন মাত্রা। শাড়ি: অরণ্য

ডিজাইনারদের সঙ্গে কথা বলে আর বাজার ঘুরে দেখা গেল, এবার শাড়ির নকশাতেও এসেছে পরিবর্তন। কয়েক বছর ধরে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, অ্যাপ্লিকের কাজে শাড়ির জমিনজুড়ে যে উজ্জ্বল রঙের মেলা ছিল, তা এবার কমই। বরং একরঙা জমিনে চওড়া পাড় না হলে জমিনজুড়ে ডোরাকাটা আর চেক—এমন নকশার শাড়িই যেন এবারের ফ্যাশনধারা। জমিনের রং হিসেবে সাদাই এবার এগিয়ে।

বৈশাখে লাল-সাদার আবেদন তো চিরন্তন। ম্যাট লালরঙা চওড়া পাড়ে সাদা জমিন। পুরো শাড়িটি হাতে বোনা।  শাড়ি: অরণ্য।
বৈশাখে লাল-সাদার আবেদন তো চিরন্তন। ম্যাট লালরঙা চওড়া পাড়ে সাদা জমিন। পুরো শাড়িটি হাতে বোনা। শাড়ি: অরণ্য।
সুতি জামদানিটি বৈশাখের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। জমিনজুড়ে লাল সুতার নকশার এই শাড়িটি বৈশাখের যেকোনো বেলাতেই মানানসই। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির
সুতি জামদানিটি বৈশাখের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। জমিনজুড়ে লাল সুতার নকশার এই শাড়িটি বৈশাখের যেকোনো বেলাতেই মানানসই। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির
খাদির শাড়িটি িডজাইন করেছেন নওশীন খায়ের। সাদা জমিনে নীল লাল ডোরাকাটা। এদিকে ছাইরঙা জমিন, চওড়া পাড়ে কমলা রং। সাজে ফিউশন আনতে চুলে খোঁপা বেঁধে ওপরে একটা বেণির ব্যান্ড বসিয়ে নিন। আর থাকুক কমলা গোলাপ
খাদির শাড়িটি িডজাইন করেছেন নওশীন খায়ের। সাদা জমিনে নীল লাল ডোরাকাটা। এদিকে ছাইরঙা জমিন, চওড়া পাড়ে কমলা রং। সাজে ফিউশন আনতে চুলে খোঁপা বেঁধে ওপরে একটা বেণির ব্যান্ড বসিয়ে নিন। আর থাকুক কমলা গোলাপ