সাদা-কালোয় উজ্জ্বল

পুরো আয়োজনই তারকাদের নিয়ে। অনুষ্ঠানে কোন তারকা কোন সাজে এলেন, সে ব্যাপারে থাকে ভক্তদের আগ্রহ। জানা কথা, তারকাদের সাজপোশাকই তৈরি করে ফ্যাশন ধারা। গত ৩০ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭ অনুষ্ঠানেও তা বোঝা গেল। সেই সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত তারকাদের সাজপোশাক নিয়ে নকশার এই বিশেষ আয়োজন।


সাদার সঙ্গে রুপার গয়না

আড়ংয়ের সাদা মসলিন ব্লকপ্রিন্টের শাড়িতে সেজেছিলেন উপস্থাপক শারমিন লাকি। কানে ভারতের আম্রপালির ঝুমকা, গলায় লম্বা মালা, হাতে মোটা বালা—সবই ছিল রুপার তৈরি। স্নিগ্ধ লাগছিল শারমিন লাকিকে।

হাসিতে উচ্ছল

অভিনেত্রী অপি করিম ও তিশা ছিলেন বিপরীত দুই রঙে। তবে দুজনের সাজেই ছিল লাল ছোট্ট টিপ আর চুলে বেলি ফুলের থোকা।

ছিমছাম দুজন

কালো জয়পুরি কাতানের সঙ্গে সোনার দুল আর সাদা বেলির জমকালো সাজে ছিলেন অভিনেত্রী রুনা খান। ঠিক বিপরীত রঙেই স্নিগ্ধ দেখাচ্ছিল অভিনেত্রী তনিমা হামিদকে। দুজনকেই বেশ ছিমছাম লাগছিল।

রোশান
রোশান

সাদা শার্টে রোশান

সাদা শার্ট আর ডেনিমের প্যান্টে স্মার্ট অভিনেতা রোশান। নিজের মতো করে সাজিয়েছিলেন চুল।

ইমি
ইমি

বোহিমিয়ান স্টাইলে ইমি

মডেল ইমি পরেছিলেন নেটের পোশাক। হাতাকাটা সাদা কামিজের ওপর নেটের কেপ, সঙ্গে কোঁকড়া চুলের চেনা বোহিমিয়ান স্টাইলে ইমি।

মুমতাহিনা টয়া
মুমতাহিনা টয়া

ভিন্ন সাজে মুমতাহিনা টয়া

আগে শাড়ি পরে এই অনুষ্ঠানে এলেও গত বছর থেকে গাউনে ভরসা রাখছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। দেশি ব্র্যান্ড সিকোসোর বেইজের ওপর সাদা এমব্রয়ডারি করা গাউন টয়া কিনেছিলেন এই অনুষ্ঠানের জন্যই। গলায় শোভা পাচ্ছিল হাতে তৈরি মালা।