সাবরিনা শহীদের প্রিয় রোমান হলিডে, মেয়ের লোগান

মেয়ের সঙ্গে সাবরিনা শহীদ। ছবি: সংগৃহীত
মেয়ের সঙ্গে সাবরিনা শহীদ। ছবি: সংগৃহীত

ঢাকার স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ। তাঁর মেয়ে সেরেনা হাফিজ, ও লেভেলের শিক্ষার্থী। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-মেয়ের কথা।

১. কোন ধরনের খাবার প্রিয়?

সাবরিনা শহীদ: থাই খাবার।

মেয়ে: সুশি।

২. কোথায় ঘুরতে ভালো লাগে?

সাবরিনা শহীদ: সমুদ্রের কাছাকাছি যেকোনো জায়গা।

মেয়ে: থাইল্যান্ডের সব শহর।

৩. প্রিয় বই ও লেখক।

সাবরিনা শহীদ: অনেকের বই প্রিয়। সত্যজিৎ রায়ের সব বই পড়েছি বিশেষ করে ফেলুদা, প্রফেসর শঙ্কু, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু ও সন্তু’সিরিজ, শীষের্ন্দু মুখোপাধ্যায়ের দূরবীন, হুমায়ূন আহমেদের বই, খালেদ হোসাইনির কাইট রানার, স্টিগ লারসনের দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু এবং ড্যান ব্রাউনের দি দ্য ভিঞ্চি কোড

মেয়ে: জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজ।

৪. প্রিয় সিনেমা।

সাবরিনা শহীদ: রোমান হলিডে, শিল্ডার্স লিস্ট

মেয়ে: লোগান

৫. পছন্দের সংগীতশিল্পী।

সাবরিনা শহীদ: মাইলস ডেভিস, অ্যাডেল, জন লেনন, স্টিং, বোনো, অর্ণব ও পালকি।

মেয়ে: রিয়ানা।

৬. যাঁদের অভিনয় ভালো লাগে।

সাবরিনা শহীদ: রালফ ফিননস, ম্যাট ডেমন, ডেনজেল ওয়াশিংটন, কেট উইন্সলেট, নাটালি পোর্টম্যান।

মেয়ে: মারগো রবি।

৭. প্রিয় রং।

সাবরিনা শহীদ: সাদা, লাল ও হলুদ।

মেয়ে: কালো।

৮. পরস্পরের ভালো ও মন্দ দিক।

সাবরিনা শহীদ: সেরেনা তাঁর লেখাপড়ার বিষয়ে খুব পরিশ্রমী ও সিরিয়াস। ওর জীবনে চাহিদা কম। কিন্তু আমি চাই ও আরেকটু অ্যাডভেঞ্চারস ও আত্মবিশ্বাসী হোক।

মেয়ে: তাঁর অধ্যবসায় ভালো লাগে। কিন্তু সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ততা ভালো লাগে না।

৯. প্রিয় শিক্ষক।

সাবরিনা শহীদ: আমার স্কুলের ইংরেজির শিক্ষক মিসেস আনোয়ার।

মেয়ে: আমার ইংরেজির শিক্ষক আনোয়ারুল ইসলাম।

১০. কোন বিষয় পড়তে ভালো লাগে?

সাবরিনা শহীদ: ইতিহাসভিত্তিক, রোমাঞ্চকর গল্প ও বৈজ্ঞানিক কল্পকাহিনি।

মেয়ে: বিজ্ঞান, বিশেষ করে জীববিজ্ঞান।

সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা