দুজনেরই পছন্দ মা

মায়ের সঙ্গে বৃষ্টি। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে বৃষ্টি। ছবি: খালেদ সরকার

>চ্যানেল অাই প্রেজেন্টস লাক্স সুপারস্টার ২০১৮ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন সারওয়াত আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী এই বিজয়ীকে সবাই চেনেন বৃষ্টি নামে। তাঁর মা শিরিয়া খানম গৃহিণী। আজকের দুই প্রজন্মে থাকছে এই মেয়ে ও মায়ের পছন্দ-অপছন্দের কথা

।  
১. কী খেতে পছন্দ করেন?
বৃষ্টি: যেকোনো মাছই আমার পছন্দ।
মা: ইলিশ মাছ খুব পছন্দ করি।
২. পছন্দের পোশাক?
বৃষ্টি: সালোয়ার-কামিজ পছন্দ। তবে উৎসবে শাড়ি।
মা: শাড়ি আমার পছন্দের পোশাক।
৩. অবসরে কী করেন?
বৃষ্টি: বই পড়ি। নতুন কিছু জানার চেষ্টা করি।
মা: আমি গান শুনি।
৪. রেগে গেলে কী করেন?
বৃষ্টি: চুপচাপ থাকি।
মা: আমার রাগ বেশি। তাই রাগলে ধীরে ধীরে কমানোর চেষ্টা করি।
৫. পত্রিকায় যে খবর আগে পড়ি...
বৃষ্টি: বিভিন্ন উদ্ধৃতি ও কলামগুলো পড়ি।
মা: আন্তর্জাতিক খবর আগে পড়ি।
৬. প্রিয় ব্যক্তি কে?
বৃষ্টি: আমার মা।
মা: আমার মা—রেনু বেগম।
৭. যেখানে বেড়াতে ভালো লাগে...
বৃষ্টি: সমুদ্র আমার পছন্দ। তবে পাহাড়ও ভালো লাগে।
মা: পাহাড়ে বেড়াতে খুবই ভালো লাগে। দার্জিলিং খুবই পছন্দ।
৮. প্রিয় লেখক?
বৃষ্টি: মুহম্মদ জাফর ইকবাল।
মা: হুমায়ূন আহমেদ।
৯. প্রিয় বই?
বৃষ্টি: মুহম্মদ জাফর ইকবালের নায়ীরা।
মা: হুমায়ূন আহমেদের মিসির আলি ও হিমু সিরিজের সব লেখা।
১০. যার যে কাজ ভালো লাগে...
বৃষ্টি: মায়ের উপদেশগুলো খুব ভালো লাগে।
মা: আমার মেয়ে খুব গোছানো। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই গুছিয়ে করে।
১১. পছন্দের অভিনয়শিল্পী কে?
বৃষ্টি: সুবর্ণা মুস্তাফা ও জয়া আহসান।
মা: কবরী ও বুলবুল আহমেদ।


সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক