উৎসবের রং ঐতিহ্যের নকশা

ঈদের শাড়িতে এবার বেশি থাকছে কাঁথাফোঁড় ও বাটিকের কাজ। ব্লাউজেও থাকছে নতুনত্ব। নকশার এ আয়োজনে মডেল হয়েছেন অভিনেত্রী বুবলি, শাড়ি: অরণ্য, সাজ: পারসোনা, স্টাইলিং: আনিকা জাহিন, ছবি: কবির হোসেন
ঈদের শাড়িতে এবার বেশি থাকছে কাঁথাফোঁড় ও বাটিকের কাজ। ব্লাউজেও থাকছে নতুনত্ব। নকশার এ আয়োজনে মডেল হয়েছেন অভিনেত্রী বুবলি, শাড়ি: অরণ্য, সাজ: পারসোনা, স্টাইলিং: আনিকা জাহিন, ছবি: কবির হোসেন
আঁচল, পাড় ও জমিন—কারিগরের কাছে যেন ক্যানভাস। ১২ হাত দৈর্ঘ্যের কাপড়ে ইচ্ছামতো রং ও নকশার কাজ করেন তাঁরা। ঈদের আমেজ সুতি থেকে সিল্ক কিংবা বেনারসি সব ধরনের শাড়িতে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে।


উৎসবে শাড়ি, শাড়িতে বাঙালিয়ানা। পশ্চিমা সংস্কৃতির প্রভাব যতই থাক, স্বদেশি ঐতিহ্য চির অমলিন। মসলিন হোক বা হাফ সিল্ক, নকশায় থাকছে দেশজ ধাঁচ। শাড়ির ডিজাইনে এসেছে বেশ আধুনিকতা। তবে মূলধারার জামদানি, কাতান, দেশীয় সিল্ক আর টাঙ্গাইলের তাঁতের শাড়িই থাকছে। জামদানির বৈচিত্র্যময় প্যাটার্ন নজরকাড়া, নকশিকাঁথার বুনন শাড়িতে এনে দিচ্ছে অসাধারণ সৌন্দর্য। টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী ও ডিজাইনার মুনিরা এমদাদ বলেন, ‘দেশীয় ঐতিহ্য ধরে রেখেই কাজ করতে চাই। এবারও তেমনটাই করা হয়েছে। মসলিনের মতো এক পরতে বোনা সিল্ক কাপড়ে কাজ করা হয়েছে। শাড়িতে লতা-পাতা, বুটি ও নানা ধরনের নকশাও আছে।’ এ ছাড়া বাজারে ঈদ উপলক্ষে জনপ্রিয়তা পাচ্ছে জামদানি ও টাঙ্গাইলের শাড়ি। ব্লক, অ্যাপ্লিক, টাইডাই, এমব্রয়ডারি আর নকশিকাঁথার নকশা থাকছে শাড়িগুলোতে। প্রাকৃতিক ডাইয়ের ব্যবহার হয়েছে। শাড়ির পাড় ও আঁচলে প্রাধান্য পেয়েছে আলাদা কাজ। মাঝেমধ্যে চোখে পড়ে যায় চুমকির ছটা। কয়েকটি সুতি শাড়িতে কাচের মতো অনুষঙ্গের সঙ্গে সুতার নকশাও করা হয়েছে।

দুপুরের দাওয়াতে মানিয়ে যাবে জামদানি। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, স্থান: রোজ গার্ডেন
দুপুরের দাওয়াতে মানিয়ে যাবে জামদানি। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, স্থান: রোজ গার্ডেন

ঈদের সারা দিনের দিকে খেয়াল রেখেই করা হয়েছে শাড়ির নকশা। সকালের স্নিগ্ধতায় হালকা উপকরণ ও রং, বেড়াতে যাওয়ার সময় উজ্জ্বল রং আর রাতের অনুষ্ঠানের জন্য একটু জমকালো কাজ—এভাবেই তৈরি করা হয়েছে শাড়িগুলোকে। দেশীয় ফ্যাশন হাউসগুলোতে খুঁজে পাওয়া যাচ্ছে সুতি, সিল্ক, হাফ সিল্ক, কোটা ও মসলিন কাপড়ের শাড়ি। শাড়ির নকশাতেও রয়েছে বৈচিত্র্য। হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, বাটিক—এমন নানা কাজ এখনকার শাড়িগুলোতে আছে জানালেন কে ক্র্যাফটের পরিচালক খালিদ মাহমুদ খান। পুরো শাড়িতে কাজ করাও পাবেন, আবার শুধু নিচের দিকটায় নকশা করা শাড়িও রয়েছে। অনেক শাড়ির আঁচলেই ব্যবহার করা হয়েছে ঝালর।

সকালে স্নিগ্ধতা আনবে লেবুরঙা শাড়ি। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির
সকালে স্নিগ্ধতা আনবে লেবুরঙা শাড়ি। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির

অরণ্যর ফ্যাশন ডিজাইনার শ্রাবণী মহলদার জানান, এবার ঈদে ফুলেল মোটিফে শাড়ির কাজ হয়েছে সবচেয়ে বেশি, এ ছাড়াও আছে জ্যামিতিক মোটিফ। ইন্ডিগো ব্লু, মঞ্জিত (লালচে রং), খয়েরের রং, হরিতকির সোনালি রং হোক বা জলপাই রঙা কাপড়—সবই করা হয়েছে প্রাকৃতিক রং থেকে। অরণ্যের কাপড়ের উপাদানও প্রাকৃতিক। প্রাধান্য পেয়েছে শুধুই হাতের কাজ।

নানা রঙের শাড়ি

ফ্যাশন হাউসগুলোর শাড়ির রঙে দারুণ বৈচিত্র্য। নীল, সবুজ, বেগুনি, গোলাপি, লাল, হলুদ, কমলা—এমন বাহারি রঙের শাড়ি রয়েছে। কালোর সঙ্গেও আছে নানা রঙের সমন্বয়। এবার খাদি শাড়িতে জামদানি মোটিফ আনা হয়েছে বলে জানান মায়াসিরের সহকারী পরিচালক তাহমিনা জেসমিন। শাড়ির কাপড়ে একই রঙের নকশা (জলছাপ) থাকছে। থাকছে স্ক্রিন প্রিন্টেরও কাজ। গাঢ় মেরুন, চকলেট, পেস্ট রঙের উজ্জ্বল শাড়ির পাশাপাশি রয়েছে হালকা রঙের শাড়ি।

রাতের জন্য থাকুক কালো রঙের অ্যান্ডি শাড়ি
রাতের জন্য থাকুক কালো রঙের অ্যান্ডি শাড়ি

সাদৃশ্য-বৈসাদৃশ্য

একই শাড়ির ভিন্ন অংশে দুটি রঙের ব্যবহার দেখা গেল এবারও। আবার পুরো জমিনের মাঝে কুচির অংশটা আলাদা নকশায় করা, এমন শাড়িও রয়েছে। ডিজাইনার লিপি খন্দকার জানান, শাড়ি ও ব্লাউজের রঙে বৈসাদৃশ্য আনা হয়েছে। এ ধরনের ব্লাউজ ফ্যাশনেবল নকশায় তৈরি করিয়ে নিলে বেশ ট্রেন্ডি লুক আসবে। ব্লাউজের হাতা ও গলার অংশে গতানুগতিক নকশা না করে একটু ভিন্ন মাত্রা আনতে পারেন; গলায় হয়তো একটু কুচি থাকল বা হাই নেক করা হলো, কিংবা হাতায় আনা হলো ভিন্ন কোনো প্যাটার্ন। ব্লাউজের নকশাকে প্রাধান্য দিলে শাড়িটা খুব বেশি জাঁকজমক না হলেই ভালো দেখাবে বলে জানালেন লিপি খন্দকার। তবে মসলিনের মতো ঐতিহ্যবাহী শাড়িতে ভিন্নমাত্রার নকশা রয়েছে, যার সঙ্গে আবার প্রথাগত ডিজাইনের ব্লাউজ বেশি মানান সই।

বিকেলে বেড়ানোর সময় আরাম দেবে মসলিনে কাটওয়ার্ক করা শাড়ি। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির
বিকেলে বেড়ানোর সময় আরাম দেবে মসলিনে কাটওয়ার্ক করা শাড়ি। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির

কিনতে চাইলে

টাঙ্গাইল শাড়ি কুটির, অরণ্য, আড়ং, কে ক্র্যাফট, মায়াসির, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বিবিয়ানা, বাংলার মেলা, নগরদোলা, সাদাকালো, দেশাল, অন্যমেলা, নবরূপা, যাত্রা, প্রাইড, বিশ্বরঙ, গ্রামীণ চেকসহ অন্য ফ্যাশন হাউসের শাখাগুলোতে পাবেন বাহারি নকশার শাড়ি। এ ছাড়া ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, গাউছিয়া মার্কেট এবং বেনারসি পল্লির বিভিন্ন দোকানেও পাবেন রং-বেরঙের শাড়ি। আজকাল অনেক ফ্যাশন হাউসের বেচাবিক্রি অনলাইনেও হচ্ছে। আবার কিছু অনলাইন-ভিত্তিক শাড়ি বা পোশাক বিপণন প্রতিষ্ঠানও রয়েছে। শাড়ির ধরন, বুনন, নকশা ও কারুকাজ ভেদে শাড়ির দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ২৯ হাজার ৫০০ টাকা।