ছেলে ও মা দুজনের পছন্দ হুমায়ূন আহমেদ

মায়ের সঙ্গে আরিয়ান
মায়ের সঙ্গে আরিয়ান

নাট্যপরিচালক আরিয়ান, তাঁর পরিচালিত বড় ছেলে নাটকটি জনপ্রিয় হয়েছে। আরিয়ানের মা ফাতেমা আহমেদ, গৃহিণী। আজ থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা। 

১. কোন ধরনের খাবার বেশি পছন্দ করেন?
আরিয়ান: ইলিশ মাছ ভাজা, গরুর মাংস ভুনা।
মা: গরুর মাংস ও খিচুড়ি।
২. কোথায় ঘুরতে ভালো লাগে?
আরিয়ান: সেন্টমার্টিন।
মা: কক্সবাজার।
৩. প্রিয় লেখক
আরিয়ান: হুমায়ূন আহমেদ, ড্যান ব্রাউন।
মা: হুমায়ূন আহমেদ।
৪. প্রিয় সিনেমা
আরিয়ান: ফরেস্ট গাম, চিলড্রেন অব হ্যাভেন, লাইফ ইজ বিউটিফুল ও মনপুরা।
মা: আনন্দ অশ্রু ও মনপুরা।
৫. পছন্দের সংগীতশিল্পী
আরিয়ান: অর্ণব, ব্রায়ান অ্যাডামস।
মা: তাহসান।
৬. যাঁদের অভিনয় ভালো লাগে
আরিয়ান: আসাদুজ্জামান নূর, হুমায়ুন ফরীদি, টম হ্যাংকস, আমির খান ও অপি করিম।
মা: সালমান শাহ, মাহফুজ আহমেদ ও বিপাশা হায়াত।
৭. প্রিয় রং
আরিয়ান: সাদাকালো।
মা: মেরুন।
৮. মা ও ছেলের পরস্পরের ভালো ও মন্দ দিক
আরিয়ান: মা সবার সঙ্গে মিশতে পারে। কিন্তু রাগ
একটু বেশি।
মা: রাত জাগে, এটা কমালে ভালো। তবে গরিব-দুঃখীদের প্রতি মমতা দেখে ভালো লাগে।

সাক্ষাৎকার ও ছবি: সুমন ইউসুফ