মা দিয়েছেন শিফনের সালোয়ার-কামিজ: কোনাল

জমকালো সালোয়ার-কামিজ পরে বের হবেন সংগীতশিল্পী কোনাল
জমকালো সালোয়ার-কামিজ পরে বের হবেন সংগীতশিল্পী কোনাল

ঈদের পোশাক কেনা হয়ে গেছে। তবু প্রতিদিন মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হন। ঘুরে ঘুরে 
দেখছেন এ দোকান-সে দোকান। এটি সংগীতশিল্পী কোনাল ও তাঁর মা খুবই উপভোগ করছেন। ঈদ
উপলক্ষে তাঁর মা ও ছোট ভাই কুয়েত থেকে এসেছেন। তাই এবারের ঈদের মজাই অন্য রকম তাঁর কাছে।
‘চার বছর ধরে ঢাকায় ঈদ করছি। ঈদের দিন দাদাবাড়ি মানিকগঞ্জ যাই। এবার যেহেতু মা এসেছেন, তাই
আগের দিন যাব। আর বিকেলে চলে আসব মামাদের বাসায়। শুধু নিজের জন্য নয়, পরিবারের সবার জন্য
কেনাকাটা করেছি।’ বলেন কোনাল।
ঈদের দিনে সাধারণত সালোয়ার-কামিজই পরেন। মা অবশ্য এবার তাঁকে শাড়িও কিনে দিয়েছেন। ঈদের
দিন কোনাল এবার পরবেন নীল রঙের শিফনের লম্বা কামিজ। তাতে সোনালি ও লাল রঙের সুতা ও চুমকির
কাজ। গলার কাছে রয়েছে ভারী কাজ, সঙ্গে চুড়িদার। কানের একটু জমকালো দুল, পায়ে সোনালি রঙের উঁচু
হিল পরবেন। আর নাকে তো নাকফুল থাকবেই। কখনোই ভারী মেকআপ পছন্দ করেন না তিনি। তাই ঈদের
দিন হালকা করে সাজবেন। রান্না করবেন খিচুড়ি। রান্না করতে খুব পছন্দ করেন কোনাল। আর দিনশেষে
বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হবেন।