ঈদে ফাহমিদা নবী চান সবার খুশি, মেয়ের চাই সালামি

সংগীতশিল্পী ফাহমিদা নবী। তাঁর মেয়ে ফারখান্দা আনমোল আলম ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন। আজ জানা যাক এই দুই প্রজন্মের মা-মেয়ের ভালো লাগা মন্দ লাগার কিছু কথা।

ফাহমিদা নবীর সঙ্গে মেয়ে ফারখান্দা আনমোল।  ছবি: অধুনা
ফাহমিদা নবীর সঙ্গে মেয়ে ফারখান্দা আনমোল। ছবি: অধুনা

১. ঈদের দিন কখন ঘুম ভাঙে?

ফাহমিদা নবী: আমি তো একটু অলস, তাই ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত কাজ করে সকালে একটু দেরিতে উঠি। অবশ্য কাজ থাকলে আগেভাগেই উঠে পড়ি।

মেয়ে: যেহেতু রাতে দেরিতে ঘুমাই, তাই নয়টার আগে ওঠা হয় না।

২. ঈদের দিন পছন্দের পোশাক...

ফাহমিদা নবী: সালোয়ার-কামিজই পরা হয়।

মেয়ে: সালোয়ার-কামিজই বেশি পছন্দ।

৩. কোন ধরনের গান বেশি ভালো লাগে?

ফাহমিদা নবী: অবশ্যই সুরেলা (মেলোডিয়াস) কোনো গান।
মেয়ে: এটা মনের ওপর নির্ভর করে। কখনো হালকা সুরের কোনো গান, কখনো একটু উঁচু বিটের গান ভালো লাগে।

৪. অবসরে কী করেন?

ফাহমিদা নবী: এমনিতে অবসর পাই না। পেলে শুয়ে থাকার চেষ্টা করি।

মেয়ে: বাসায় থাকি। আবার বন্ধুদের সঙ্গেও বাইরে যাই।

৫. টিভিতে কী বেশি দেখেন?

ফাহমিদা নবী: যেকোনো গানের অনুষ্ঠান বেশি ভালো লাগে।

মেয়ে: টিভি কম দেখা হয়। আর দেখলে চলচ্চিত্রই দেখা হয়।

৬. ঈদের দিনের প্রথম কাজ...

ফাহমিদা নবী: বাড়িঘর সাজিয়ে-গুছিয়ে নিয়ে মেহমানদের জন্য অপেক্ষা করি।

মেয়ে: সকালে উঠেই ফ্রেশ হয়ে নিজে তৈরি হয়ে নিই।

৭. কোথায় ঘুরতে ভালো লাগে?

ফাহমিদা নবী: ইতালি বেশি ভালো লাগে।

মেয়ে: ইউরোপে বেশি যাওয়া হয়।

৮. চা নাকি কফি, কোনটি প্রিয়?

ফাহমিদা নবী: চা ভালো লাগে।

মেয়ে: কফি বেশি পছন্দ।

৯. ঈদের দিন যা অবশ্যই চাই...

ফাহমিদা নবী: ঈদের দিনে সবাই যেন খুশি থাকে।

মেয়ে: ঈদের সালামি আমার চাই-ই চাই।

সাক্ষাৎকার: অধুনাপ্রতিবেদক