রোদ থেকে পায়ের ত্বক বাঁচাতে

প্রতিদিন বাইরে থেকে ফিরে পা দুটো হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিন, পোড়া ভাব দূর হবে। ছবি: প্রথম আলো
প্রতিদিন বাইরে থেকে ফিরে পা দুটো হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিন, পোড়া ভাব দূর হবে। ছবি: প্রথম আলো

রোদের মধ্যে বাইরে বের হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় পায়ের ত্বকের৷ রাস্তার ধুলাবালি তো আছেই, এ ছাড়া রোদের তাপে পুড়ে যায় পায়ের উপরিভাগের ত্বক৷ এ জন্য এ সময় পায়ের ত্বকের জন্য প্রয়োজন হয় বিশেষ পরিচর্যার৷ তা না হলে রোদে পুড়ে পায়ের ত্বকে স্থায়ী হয়ে যায় কালো দাগ৷ পায়ের রোদে পোড়া দাগ তোলার কিছু টিপস দিলেন বিন্দিয়া এক্সক্লুসিভের রূপবিশেষজ্ঞ শারমীন কচি৷

১. প্রতিদিন বাইরে থেকে ফিরে পা দুটি হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিন৷ এরপর ভালো করে মুছে তিলের তেল লাগান৷ তিলের তেল খুব সহজেই ত্বকের রোদে পোড়া ভাব দূর করে৷
২. প্রতিদিন গোসলের আগে চিনি ও লেবুর খোসা দিয়ে কালো দাগের ওপর ১০ মিনিট ঘষে নিন৷ পরপর ১৫ দিন করতে পারলে পায়ের ত্বক অনেকটাই পরিষ্কার হয়ে আসবে৷
৩. প্রতিদিন ঘুমানোর আগে পোড়া ত্বকে মুলতানি মাটি লাগাতে পারেন৷ শুধু ত্বকের দাগ তুলতেই নয়, নিয়মিত মুলতানি মাটির ব্যবহারে ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে যায়।
৪. পায়ের ত্বকের ধরন বুঝে কিছু প্যাক ব্যবহার করা যায়। যেমন: যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা এক টেবিল চামচ শসার পেস্টের সঙ্গে তিল বাটা মিশিয়ে ত্বকের পোড়া স্থানে লাগাতে পারেন৷ এটি সপ্তাহে এক দিন আধা ঘণ্টা রাখলেই চলবে৷
৫. স্বাভাবিক ত্বকের যত্নে কাঁচা হলুদের সঙ্গে দুধের সর মিশিয়ে লাগাতে পারেন৷ আর তৈলাক্ত ত্বকের যত্নে চালের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো পানি ও মধু মিশিয়েও ত্বকে লাগানো যায়।
৬. নিয়মিত ওয়েল ম্যাসাজও বেশ কাজে দেয়৷ এ ক্ষেত্রে অলিভ অয়েল বা তিলের তেল ব্যবহার করতে হবে৷ আর পায়ের ত্বকে টানটান ভাব দূর করতে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের কোনো বিকল্প নেই৷