বঙ্গবন্ধু স্মরণে চিঠি লেখার আয়োজন করেছে ডিইউসিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) চতুর্থবারের মতো আয়োজন করেছে ‘বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা’। শোকাবহ আগস্টে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সংগঠনটির এই আয়োজন।

প্রতিযোগিতাটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, অংশ নিতে পারবেন যেকেউ। বঙ্গবন্ধুকে নিয়ে অনুভূতির কথা বাংলা ভাষায় লিখে পাঠাতে হবে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে। ‘প্রিয় বঙ্গবন্ধু’ শিরোনামে ই-মেইলে ও ডাকে চিঠি পাঠানো যাবে ২০ আগস্ট পর্যন্ত।

‘সিনিয়র’ (উচ্চমাধ্যমিক থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষ) এবং ‘জুনিয়র’ (প্রাথমিক থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ) দুই বিভাগ থেকে ৫ জন করে মোট ১০ জনকে বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীরা পাবেন বই ও সনদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি হিল্লোল শেখর সমাদ্দার বলেন, স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী পরে এসে আজ নতুন প্রজন্ম কী ভাবছে? জাতির পিতা বেঁচে থাকলে তাঁকে কী বলত এই প্রজন্ম? নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং ভাবতে উৎসাহিত করাই ‘প্রিয় বঙ্গবন্ধু’ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

আগ্রহীরা চিঠি পাঠাতে পারবেন সংগঠনের ই-মেইল ঠিকানা ([email protected]) ও ফেসবুক পেজে (fb.com/duculturalsociety)।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।